আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in সাওম (Fasting) by (3 points)
আসসালামু আলাইকুম। কেউ যদি এমন নিয়ত করে যে "আমি আমার অমুক দোয়া কবুল না হওয়ার পর্যন্ত সবসময় নফল রোজা রাখবো লাগাতার।" সেক্ষেত্রে কি তার উপর সে রোজা রাখা ওয়াজিব হয়ে যাবে? আর ওয়াজিব যদি হয়ে থাকে তাহলে এটা থেকে পরিত্রান পাবো কি করে? কারন যেই দোয়া টি এমন যা কবুল হওয়া অনেক সময়ের ব্যাপার। অসম্ভব নয় তবে দুর্বোধ্য।

1 Answer

0 votes
by (716,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মান্নত করার পর মান্নতকে পূর্ণ করা ওয়াজিব। মেয়ের বিয়ে হওয়ার পূর্ব পর্যন্ত রোযা রাখার মান্নত করলে, তখন মেয়ের বিয়ে হওয়ার পূর্ব পর্যন্ত রোযা রাখা ওয়াজিব। হায়েযের দিন সমূহ ও রমজান মাস ব্যতিত। পরবর্তীতে হায়েযের দিন সমূহের রোযা কাযা আদায় করতে হবে। সাধারণত ফিদয়া দিলে হবে না। বরং রোযাই রাখতে হবে। অসুস্থতার দরুণ রোযা রাখতে অপারগ হলে, তখন ফিদয়া দেয়া যাবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ যদি এমন নিয়ত করে যে "আমি আমার অমুক দোয়া কবুল না হওয়ার পর্যন্ত সবসময় নফল রোজা রাখবো লাগাতার।" সেক্ষেত্রে তার উপর রোজা রাখা ওয়াজিব হয়ে যাবে। সামর্থ্য থাকাবস্থায় রোযাই রাখতে হবে। সামর্থ্য না থাকলে তখন ফিদয়া আদায় করতে হবে।
إذا نذر أن یصوم کذا ما عاش ثم کبر وضعف عن الصوم یطعم مکان کل یوم مسکینا الخ (المحیط البرہانی: 2/405، الباب السادس عشر فی صدقة الفطر)۔
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোযার মান্নত করার পর ক্ষেত্রভেদে রোযা রাখা এবং রোযার কাফফারা উভয়টির এখতিয়ার থাকলেও প্রশ্নের বিবরণমতে রোযাই রাখতে হবে। ফিদয়া বা কাফফারা দিলে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
reshown by
আমি বুঝি নি। তিনি কি তাহলে প্রতিদিন রোজা রাখবে? অসুস্থ হয়ে যাবে তো এভাবে একটানা রোজা রাখা শুরু করে দিলে। যদি সেই মানত ৫ বছরেও পুরন না হয় ততদিন একটানা কোনো মানুষ আদোও রোজা রাখতে পারবে?
একদিন ও মিস দিতে পারবে না? আজ থেকেই শুরু করে দিতে হবে রোজা রাখা??  

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...