আসসালামু আলাইকুম,
আমার একটা শপ আছে। বর্তমানে একজন ভাই ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। আমি উনার টাকায় নির্দিষ্ট প্রোডাক্ট কিনব, আর সে টাকায় যে লাভ হবে তার ৯০% আমি রাখব, বাকি ১০% উনার। লাভটা ভাগ হবে গ্রস প্রফিটের উপর। দোকান ভাড়া, কারেন্ট বিল এগুলো ধরা হবে না। তাছাড়া এগুলো আলাদা করে হিসাব করা কঠিন হবে। আমি পণ্য ক্রয় + পরিবহন + প্যাকিং ইত্যাদিতে যে খরচ আসবে তা ধরে প্রোডাক্টের ক্রয়মূল্য হিসাব করব, এরপর বিক্রয়মূল্য নির্ধারণ করে লাভ হিসাব করব।
এখানে লস হলে আমি ৬০% লস নেব আর উনি ৪০% নেবেন। এভাবে নিজেরা কথা বলে লস নির্ধারণ করা যাবে কিনা? নাকি লাভের সমান সমান লস নির্ধারণ করতে হবে? অর্থাৎ আমি যদি লাভ নেই ৯০% তবে লসও ৯০% নেব। উনি ১০% লাভ ও ১০% লস নেবেন।
– নাকি পুরো লস বিনিয়োগকারী ভাই নেবেন?
আরেকটা বিষয় হলো, পণ্য সবগুলো এক দামে বিক্রি করা যায় না। এক্ষেত্রে হিসাব রাখার চেষ্টা করব, কিন্তু মিসিং হতে পারে। এক্ষেত্রে বিনিয়োগকারী ভাইয়ের সাথে কথা বলে আনুমানিক বিক্রয়মূল্য ধরে লাভ হিসাব করা যাবে কিনা?
যেমন, বিক্রয়মূল্য ৭০০ টাকা হলে— কোনোটা ৬৮০/৬৯০/৭০০ টাকায় সেল হয়। তখন আনুমানিক ৬৮৫ টাকা বিক্রয়মূল্য ধরে লাভ হিসাব করা যাবে কিনা?
ধরা যাক ১ লক্ষ টাকা পুরোটাই লস হলো, এক্ষেত্রে লসের ভাগাভাগি অনুযায়ী আমাকে টাকা দিতে হবে। এটা শরীয়াহ সম্মত কিনা?
যদিও টাকায় ইতিমধ্যে কিছু মালামাল কেনা হয়েছে। বিক্রিও হয়েছে। এখনো এসব বিষয় পরিষ্কার না। শুধু লাভের % বলা হয়েছে, লসেরটা এখনো ফাইনাল হয়নি।
ওভারঅল, আপনি আমাকে পরামর্শ দেবেন কিভাবে প্রোডাক্ট কিনে উনার সাথে লাভ–লসের চুক্তি করতে পারি।