আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (10 points)
আসসালামু আলাইকুম,

আমার একটা শপ আছে। বর্তমানে একজন ভাই ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। আমি উনার টাকায় নির্দিষ্ট প্রোডাক্ট কিনব, আর সে টাকায় যে লাভ হবে তার ৯০% আমি রাখব, বাকি ১০% উনার। লাভটা ভাগ হবে গ্রস প্রফিটের উপর। দোকান ভাড়া, কারেন্ট বিল এগুলো ধরা হবে না। তাছাড়া এগুলো আলাদা করে হিসাব করা কঠিন হবে। আমি পণ্য ক্রয় + পরিবহন + প্যাকিং ইত্যাদিতে যে খরচ আসবে তা ধরে প্রোডাক্টের ক্রয়মূল্য হিসাব করব, এরপর বিক্রয়মূল্য নির্ধারণ করে লাভ হিসাব করব।

এখানে লস হলে আমি ৬০% লস নেব আর উনি ৪০% নেবেন। এভাবে নিজেরা কথা বলে লস নির্ধারণ করা যাবে কিনা? নাকি লাভের সমান সমান লস নির্ধারণ করতে হবে? অর্থাৎ আমি যদি লাভ নেই ৯০% তবে লসও ৯০% নেব। উনি ১০% লাভ ও ১০% লস নেবেন।
– নাকি পুরো লস বিনিয়োগকারী ভাই নেবেন?

আরেকটা বিষয় হলো, পণ্য সবগুলো এক দামে বিক্রি করা যায় না। এক্ষেত্রে হিসাব রাখার চেষ্টা করব, কিন্তু মিসিং হতে পারে। এক্ষেত্রে বিনিয়োগকারী ভাইয়ের সাথে কথা বলে আনুমানিক বিক্রয়মূল্য ধরে লাভ হিসাব করা যাবে কিনা?

যেমন, বিক্রয়মূল্য ৭০০ টাকা হলে— কোনোটা ৬৮০/৬৯০/৭০০ টাকায় সেল হয়। তখন আনুমানিক ৬৮৫ টাকা বিক্রয়মূল্য ধরে লাভ হিসাব করা যাবে কিনা?

ধরা যাক ১ লক্ষ টাকা পুরোটাই লস হলো, এক্ষেত্রে লসের ভাগাভাগি অনুযায়ী আমাকে টাকা দিতে হবে। এটা শরীয়াহ সম্মত কিনা?

যদিও টাকায় ইতিমধ্যে কিছু মালামাল কেনা হয়েছে। বিক্রিও হয়েছে। এখনো এসব বিষয় পরিষ্কার না। শুধু লাভের % বলা হয়েছে, লসেরটা এখনো ফাইনাল হয়নি।

ওভারঅল, আপনি আমাকে পরামর্শ দেবেন কিভাবে প্রোডাক্ট কিনে উনার সাথে লাভ–লসের চুক্তি করতে পারি।

1 Answer

0 votes
by (716,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুদারাবা ব্যবসায় লাভ পার্সেন্টিজ আকারে লিপিবদ্ধ ও চুক্তিবদ্ধ থাকতে হবে। যদি ব্যবসাতে ক্ষতি হয়, তাহলে প্রথমে সমুদয় লাভ থেকে ক্ষতিকে পুরণ করা হবে। যদি ক্ষতিপূরণ আদায় করতে লাভ অসমর্থ্য হয়, তাহলে তখন শুধু রাব্বুল মাল তথা ইনভেস্টারকেই এর দায়ভার গ্রহণ করতে হবে।

لما تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي: 
"قال - رحمه الله - (وما هلك من مال المضاربة فمن الربح)؛ لأنه تابع ورأس المال أصل لتصور وجوده بدون الربح لا العكس فوجب صرف الهالك إلى التبع لاستحالة بقائه بدون الأصل كما يصرف الهالك العفو في الزكاة قال - رحمه الله - (فإن زاد الهالك على الربح لم يضمن المضارب)؛ لأنه أمين فلا يكون ضمينا للتنافي بينهما في شيء واحد".(کتاب المضاربة، باب المضارب یضارب، ج: 5، ص: 67، ط:المطبعة الكبرى الأميرية - بولاق، القاهرة) 

وفى مجمع الضمانات:
"ثم المدفوع إلى المضارب أمانة في يده لأنه يتصرف فيه بأمر مالكه لا على وجه البدل والوثيقة، وهو وكيل فيه لأنه يتصرف فيه بأمر مالكه فإذا ربح فهو شريك فيه، وإذا فسدت ظهرت الإجارة حتى استوجب العامل أجر مثله، وإذا خالف كان غاصبا لوجود التعدي منه على مال غيره". (مجمع الضمانات، المؤلف: أبو محمد غانم بن محمد البغدادي الحنفي (المتوفى: 1030هـ)، باب في مسائل المضاربة،الفصل الأول في المضاربة، ص: 303، ط:  دار الكتاب الإسلامي)

وفى تنویر الابصار مع الدر المختار:
"(وما هلك من مال المضاربة يصرف إلى الربح) ؛ لأنه تبع (فإن زاد الهالك على الربح لم يضمن) ولو فاسدة من عمله؛ لأنه أمين (وإن قسم الربح وبقيت المضاربة ثم هلك المال أو بعضه ترادا الربح ليأخذ المالك رأس المال وما فضل بينهما، وإن نقص لم يضمن) لما مر".(کتاب المضاربة، باب المضارب یضارب، فصل فی المتفرقات فی المضاربة، ج: 5، ص:656، ط: سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...