السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাজ আমরা ফিকহ এর ক্লাসে যাকাতের মাসালা পড়ার সময় পড়েছিলাম যে বাসা ভাড়া দেওয়ার সময় যেই এডভান্স টাকা নেওয়া হয় সেটা বাড়িওয়ালার জন্য খরচ করা জায়েয হবেনা। তো এই পরিপ্রেক্ষিতে আমি আমার আম্মু বাবা কে এইটার কথা জানাই আর বলি যে বাবা যদি এডভান্স নিয়ে থাকেন তবে হারাম বা জায়েয হয়নি। পরবর্তীতে আই ফাতোয়ার অন্য এক মাসআলা দেখলাম যে কেউ যদি ফেরতযোগ্য এডভান্স দেয় তবে সেই টাকা মালিক খরচ করতে পারবে এই শর্তে যে পরবর্তীতে তা ভাড়াটিয়াকে ফিরিয়ে দেওয়া হবে।এটা দীর্ঘমেয়াদী ঋন হবে। আমার বাবা মূলত সেটাই করেছেন। বলেছেন যে যেকোনো সময় ভাড়াটিয়া টাকা ফেরত চাবেন বাবা ইন্ন শা আল্লহ সেটা পুরোটাই ফেরত দিবেন। এখন আমি যে প্রথমে ডিটেইলস না জেনে হারাম বলে ফেলেছিলাম সেটার জন্য কি আমার অনেক বেশি গুনাহ হবে। আমি প্রথম মাসালাকে একটা জেনারেল মাসাল ধরেই বলেছিলাম মূলত। ভেবেছিলাম যে এডভান্স এর টাকা খরচ করে ফেললেই বুঝি হারাম হয়ে যাবে পরবর্তীতে সেটা ভাড়াটিয়াকে ফেরত দিক বা না দিক।