আসসালামু আলাইকুম উস্তাদ,
আমি বিবাহিত,আমি নার্স, আমার হাসবেন্ড চান না আমি জব করি, কিন্তু যেহেতু আমার বাবা মা অনেক কষ্ট করে
পড়াশুনা করিয়েছেন, আর তারা চান আমি তাদের জন্য কিছু করি,আর আমিও বলতাম পর্দায় থেকে তাদের জন্য কিছু করব,নার্স হিসেবে হাসপাতালে আমার জব
হয়েছিল উস্তাদ,আমার সামী রাগ করে বলেন জব
করতাম কিন্তু আসলে মন থেকে বলে না,এক্ষত্রে আমি সেই জব টা করিনি,কিন্তু নার্সিং ইন্সট্রাক্টর হিসেবে জব করতে গেলে দেখা যায় সেখানে ছেলে স্টুডেন্ট দেরও আমাকে পড়াতে হবে তাই আমার স্বামী সেখানেও রাজি না যদিও সেখানে ফুল পর্দা করে করা যাবে,,শুধু ছেলে স্টুডেন্ট রা সাথে আছে মেয়েদের সাথে সহশিক্ষা তাই তিনি সেখানেও অনুমতি দিচ্ছেন না, আমি বুঝাতে গেলে রাগ করে বলেন যে করো তাহলে।
১. এক্ষেত্রে আমার করনীয় কি উস্তাদ?
আমি জানি আমার স্বামী আমার ভালোর জন্য বলতেছেন,কিন্তু আমার বাবা আমার সাথে কথা বলাও অফ করে দিয়েছেন,এখন আমি খুব ডিপ্রেসড উস্তাদ, দয়া করে জানাবেন,
২. আমার সামীর ও অইরকম সামর্থ আপাতত নেই যে আমার বাবা মাকে দেখবেন