আসসালামু আলাইকুম উস্তায।আমার এক আত্নীয় লন্ডন প্রবাসী।তিনি আজ ৪/৫ বছর যাবত পরিবার থেকে ইচ্ছা করে বের হয়ে গেছেন। কারণ তার মা তাকে নামাজ-রোজা করতে বলতেন।প্রথম দিকে বোঝা যায়নি কিন্তু এখন তিনি বলেন তিনি নিজেকে ছেলে বলে মনে করেন এখন যদি এভাবে তার পরিবার তাকে মেনে নেয় তাহলে তিনি ফিরে আসবেন।এই মেসেজ দেখে উনার মা কোনো উত্তর দেননি। যেহেতু এ অবস্থায় ফিরিয়ে আনা ঠিক হবে না ইসলামের আলোকে।তবুও মার মন তাই উনি অনেক আলেমের সাথে যোগাযোগ করেছেন কিছু করব যায় কিনা কিন্তু কোনো সদুত্তর পান নি।এখন জানতে চাচ্ছেন এমন কোনো আমল আছে কিনা যে তাকে ঈমানী অবস্থায় এনে পরিবারের কাছে ফিরিয়ে আনা যাবে কিনা?উনি কোনো ধরনের অপারেশন করেছেন কিনা তাও নিশ্চিত নয়।কারণ উনার মা যখন ফোন দিতেন আগে ধরতেন না। আর এখন মা যোগাযোগ করেননা
উনার মা নিজ বুঝের আলোকে মেয়েদের নামাজ-রোজা শিক্ষা দিয়েছেন, সবসময় নামাজের জন্য তাগাদা দিয়েছেন উনি অনেক চেষ্টা করেছেন মেয়েদের ইসলামের পথে রাখতে।
উস্তায এখন কোনো পথ থাকলে বললে মুনাসিব হয়।