আসসালামু আলাইকুম,
আমি একটি সরকারী প্রতিষ্ঠানে কাজ করি অফিসার পদে। আমাদের ৩ শিফটে ডিউটি চলে আর ১ শিফট ছুটিতে থাকে ৪ দিনের ।কয়েক মাস আগে আমি আমার ৪ দিনের ছুটিতে বাড়িতে যাই এবং পরে আরও ২ দিন ছুটি কাটাই এমনভাবে যে ঐ দুইদিন আর একজন আমার ডিউটি করে দেয় যার ডিউটি ছিল না। এখন যিনি আমার ডিউটি করে দিছে সে একজন হিন্দু, সে পুজাতে বাড়ি যাবে। হিন্দু ছেলেটির পরিবর্তে আর একজন মুসলমান ছেলে ডিউটি করে দিবে । যে মুসলমান ছেলেটি, হিন্দু ছেলেটির ডিউটি করে দিবে তার একদিনের ডিউটি আমকে করে দিতে বলে। এখন আমি যদি ডিউটি করে দেই তাহলে আমার ইমানে কোনো সমস্যা হবে? আমি তাদেরকে নাও বলতে পারতেছি না খুব চিন্তায় আছি। আমি কি করব? পরামর্শ দিন।