
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমি একজন মেডিকেল সেকেন্ড টাইমার পরীক্ষার প্রস্তুতির শিক্ষার্থী। আমি প্রতিদিনের পড়াশোনার অগ্রগতি, আজকের লক্ষ্য, কী কী পড়া হয়েছে,এসব থ্রেড আকারে পোস্ট করে থাকি+ কিছু ইসলামিক কথা এড করি।এতে করে নিজেকে মোটিভেট রাখা এবং পড়ালেখায় ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়।
নিয়তঃ-আমার উদ্দেশ্য লোক দেখানো নয়, বরং নিজের পড়ালেখায় মনোযোগ ও নিয়ম ধরে রাখা।
প্রশ্ন:
১)এতে যদি কারো নজর লাগে তাহলে যদি আমি নিয়মিত সকাল ও সন্ধ্যায় নজর থেকে বাঁচার দোয়াগুলো পড়ি, তাহলে কি ইনশাআল্লাহ নজরের কুপ্রভাব কেটে যাবে?
২)আমি যদি পোস্ট করি তাহলে নজর না লাগার উপায় কি?
৩)ইসলামি দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা হবে?
আর পড়াশোনার জন্য কিছু আমল দিলে মুনাসিব হতো।
জাযাকাল্লাহু খাইরান