আসসালামু আলাইকুম আমার হায়েয শুরু হওয়ার পর থেকে আমার ৩য় বেবি কন্সিভ হওয়ার আগ পর্যন্ত আমার কখনো ৭ দিন সর্বোচ্চ আবার কখনো ৮ দিন বা ৯ দিন সর্বোচ্চ হায়েয স্থায়ী হতো, মুটামুটি সর্বোচ্চ ৯ দিন স্থায়ী থাকতো। যখন ৭ দিন থাকতো তখন ৮ দিন থেকে নামাজ পড়তাম, যখন ৯ দিন থাকতো তখন ১০ম দিন থেকে নামাজ পড়তাম। মুটামুটি এভাবেই চলতো সবসময়। ৩য় সিজারের পর যে ব্লিডিং শুরু হয় সেটা প্রায় ৫০+ দিন স্থায়ী ছিলে, আমি ৪১ দিন থেকে নামাজ শুরু করি তখন। এরপর ডক্টর মেডিসিন দিলে সেই ব্লিডিং বন্ধ হয়, এরপর প্রায় ২ মাস মেডিসিনে থাকার পর হায়েয ১২-১৫ দিন থাকতো, আমি যতটুকুন জানি ১০ দিন পার হলে নামাজ ১১ দিন থেকে শুরু করে দিতে হবে তাই আমি ব্লিডিং নিয়েই ১১ দিন থেকে নামাজ পড়ি। এরপর বিভিন্ন কারন বশত আমাকে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহন করতে হয়, এরপর থেকেও হায়েয ১২-১৫ দিন থাকছে, আমি ১১তম দিন থেকে নামাজ পড়ি। এখন আমার ভয় হচ্ছে যে আমার কোন নামাজ কাযা হচ্ছে কিনা বা নাপাকি নিয়ে আমি নামাজ পড়ছি কিনা? আসলে আমার কি করা উচিত? টোটাল ব্যাপারটা হলো আমার আগে সর্বোচ্চ ৯ দিনের সার্কেল ছিলো, কিন্তু ৩য় সিজারের পর এবং ফাইনালি ৫ বছরের অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ প্রসেসে যাওয়ার পর সার্কেলটা ১২-১৫ দিন থাকছে, আর যেহেতু আমার অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ প্রসেসটা দীর্ঘ দিনের তাই আমার সার্কেল হয়তো এমনি থাকবে তাহলে নামাজের ব্যাপারে আমি কি করবো বুঝতে পারছি না। দয়াকরে সঠিক মাসালাহ দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খইরন।বিশেষ দ্রষ্টব্য : ১ম বাচ্চার সময় আমার নেফাস ছিল ৩৭ থেকে ৩৮ দিন এবং দ্বিতীয় বাচ্চার সময় ৪০ দিনের বেশি। তৃতীয় বাচ্চার সময় আমার ৪১ তম দিন থেকে নামাজ পড়া কি ঠিক হয়েছে?
আরো জানতে চাই যদি এমন হয় যে সাড়ে চারটা পর্যন্ত যোহরের ওয়াক্ত থাকে এবং আমার হায়েজ শেষ হয় এমন সময় যে গোসল করে নামাজ পড়ার টাইম থাকে না। তাহলে কি আমার ওই জোহরের নামাজ কাজা আদায় করতে হবে?