আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
প্রশ্নঃ-০১
আমাদের বিয়ে হয়েছে দশ বছর। আমি ৮ বছর ধরে প্রবাসে থাকি। গ্রীসে থাকায় কাগজপত্র ঠিক না হওয়ায় আমি এই আট বছরে দেশে আসতে পারিনি। আমার স্ত্রী বাবার বাড়িতে থেকে পড়াশোনা করে। তার সাথে প্রায়ই আমার নানান বিষয়ে তথা কাটাকাটি, ঝগড়া হতো। আমার বাড়িতে কম থাকা নিয়ে বেশিরভাগ ঝগড়া হতো। এছাড়াও পড়াশোনার জন্য কলেজ, প্রাইভেটে যাওয়াতে কথা কম হওয়া নিয়েও ঝগড়া হতো প্রাতিষ্ঠানিক একটা অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আমাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি পাগলামি করায় যে আমাকে বলে, আমার সব কথা শুনবে, আমি যা বলি তাই করবে।
অতপর, আমি তাকে বলি, 'আজকের পর থেকে কলেজ, প্রাইভেট ব্যতীত আমার অনুমতি ছাড়া অন্য কোথাও গেলে আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকবেনা এবং তুমি আর আমার বউ থাকবে না। আমার এই কথার উদ্দেশ্য ছিলো তাকে শুধু ভয় দেখানোর। এতে তালাকের কোনো উদ্দেশ্য ছিল না। এই ঘটনার কিছুদিন পর আমার স্ত্রী তার আন্টি এক্সিডেন্ট করায় তাড়াহুড়া করে যাবার সময় আমি ঘুমিয়ে থাকায় আমাকে ফোনে মেসেজ দিয়ে সেখানে চলে যায়। এর ঘন্টাখানেক পরে তার লিখা মেসেজ আমার চোখে পড়ে। আমি তাকে তখন বলছি 'আচ্ছা'। ঐদিনের পর আবার আরেকদিন সে প্রাইভেট থেকে আসার সময় তার ভাইয়ের সাথে ঐ আন্টিকে দেখতে যায় উনার বাসায়। তখন আমার বলা কথা যে ভুলে যায়। ঐ বাসায় যাবার কিছুক্ষণ পর তার আমার কথাটা মনে পরে। অখন সে আমাকে ফোনে মেসেজ দিয়ে বলে "আমি আন্টিকে দেখতে আসছি"। আমি তখনও ঘুমে ছিলাম। এমতাবস্থায় আমার উপর ফরসালা কী?
(আমি যে তাকে বলেছিলাম, কলেজ, প্রাইভেট ব্যাতীত আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, এই কথা বলার সময়, আমার নিয়তে ছিল সে সব জায়গায় যেতে পারবে,কিছু হবে না,কিন্তুু সে আমার কথা শুনে না তাই শুধু ভয় দেখানোর জন্য বলছি)
প্রশ্ন:০২
আবার কয়েকদিন আগে সে প্রাইভেট পড়তে যাবার সময় আমি নিষেধ করি। তাকে বলি, "তুমি যদি চাকরি করো তাহলে আমার কাছ থেকে একেবারে চলে গিয়ে করতে হবে। আরও বলি, "তুমি চাকরি কারলে তালাক হয়ে যাবে।
এ কথার কয়েকদিন পর সে আমায় বুঝিয়ে বললে আমি তাকে বলি, 'আচ্ছা তুমি সব জায়গায় যেতে পারবে, সব করতে পারবে, চাকরিও করতে পারবে।
উপরোক্ত ঘটনার পর, ১০মাস পর আমি দেশে ২০২৪ সালে ৩মাস ছুটি কাটিয়েছি।
এখন আমার স্ত্রীর চাকরি হয়েছে এবং ৩১-০৮-২৫ তারিখে চাকরিতে জয়েন করেছে।
এখন কি ইদ্দতের সাথে ফিরিয়ে নিতে হবে কি?তালাক হবে কি?
এমতাবস্থায় ফয়সালা কি?
স্ত্রীর জবান বন্দী-
উপরের যাবতীয় বিবরণ সত্য
আরো কিছু ঘটনা:
১)আমার যে বাড়ি আছে,সে এ বাড়িতে থাকবে না এবং এ বাড়িতে থেকে বাচ্চা নিবে না।তাকে আলাদা বাড়ি করে দিতে হবে,তাহলে সে বাচ্চা নিবে।
এ কথার প্রেক্ষিতে আমি বলেছি,যে ছেলে বাচ্চা নেওয়ার কথা বলবে না, এমন ছেলে খুঁজে নিও।সে আমাকে বলেছিল, আমার ফ্যামিলি নাকি তাকে টর্চার করে,নির্যাতন করে,মানসিক চাপে রাখে। তাই আমি বলেছি, যে ফ্যামিলি টর্চার করবপ না, নির্যাতন করবে না,এমন ফ্যামিলিতে যাইয়ো।
(আমি ভয় দেখালে সে আমার কথা শুনে এবং আমার কথা সুন্দর করে কথা বলে।এ কারণেই আমি তাকে ভয় দেখাই)
আমি ভয়গুলো দেখানোর পর সে রাজি হয়েছে এবং বলেছে আমাকে কিছু করে দিতে হবে না,আমি এভাবেই থাকবো।
৩)আমার ঠোঁটের আগায় আইসা রইছে,বললেই শেষ।(শুধু মুখ দিয়ে বের হয়নি)
উপরোক্ত কথা শুধু ভয় দেখানোর জন্য, সম্পর্ক শেষ করা আমার উদ্দেশ্য না।
এসব কথার দ্বারা কি তালাক হয়ে যাবে কি?ফয়সালা কি?