السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাদ আমার এক বান্ধবীর পিরিয়ডের সমস্যা হওয়ায় ব্লাড যাচ্ছিল না।এরপর সে ডাক্তার দেখালে জানতে পারে ওজন বেশি কমে যাওয়ায় এই সমস্যা হচ্ছে।তো পিরিয়ড হওয়ার সময় খুবই সামান্য কিছু রক্ত যায় তার।এদিকে ডাক্তার তাকে এক সপ্তাহের ওষুধ দেয় এবং বলে এক সপ্তাহ এগুলো খেলে ভালো ভাবে পিরিয়ড হবে।এখন তার পিরিয়ড অল্প অল্প হচ্ছিলো সেটা ১০ দিন পার হয়ে গেছে এবং ওষুধ খাওয়ার কারণে যেই ব্লাডের ফ্লো বাড়ার কথা ছিল সেটা বেড়ে গেছে।তাহলে এটা ইস্তেহাজা হবে নাকি হায়েয? কোন হুকুম ধরা হবে।