আসসালামু আলাইকুম। কোনো বিপদ দেখলেই আমি মনে মনে ভাবতে থাকি কিছু নফল নামাজ পড়বো। রোজা রাখবো। এগুলো শুধু আমি মনে মনে ভাবি। মুখে বলি না। এখন এগুলো কি আমার নিয়ত নাকি মানত হয়ে গেছে নাকি কি বুঝতে পারছি না। মাঝে মাঝে বিপদ চলে দেখা যায় নফল নামাজ পড়া হয় না আর।
রিসেন্টলি একটা বিষয় নিয়ে খুবই টেনশন এ আছি। তাই সারাদিন বিপদ দুর কেমনে হবে এটা নিয়ে ভাবতে থাকি। অমুক খারাপ কাজ ছেড়ে দিলে কি বিপদ দুর হবে কিনা, দান করবো কিনা, অনেক কিছু ভাবতে থাকি। মনে মনে। তখন ইচ্চে না থাকা সত্তেও দান করি, অনেক কাজ করি ভাবি যদি আবার মানত হয়ে যায়।
আর আমি মনে মনে কি ভাবি, বলি ( যেমন এত টাকা দিব এই বিপদ চলে গেলে) এগুলা আমি ফোনের নোট প্যাড এ লিখে রাখি। কারন আমি কি থেকে কি ভেবে ফেলি মনে থাকে না। মনে মনে বলার পরে মনে হয় এত টাকা তো দিতে পারবো না৷ তাই যা যা ভাবি তাই লিখে রাখি। ( যে এত টাকা দান করবো)। যদি আবার মানত হয়ে যায় সেই ভয়ে৷ মুখে কিছু বলি না। কিন্তু পরে আর দান করি না। এভাবে অনেক কিছু ফোনে লিখে রেখেছি। যেগুলো মনে হয়েছিল মানত এর মত। কিন্তু পরে আবার ভুলেও গিয়েছিলাম।
প্রশ্ন:১)এভাবে মনে মনে বলা এবং মনে মনে কি বলতেছি এগুলো ফোনে বা খাতায় লিখে রাখার কারনে কি মানত হয়ে গেছে?
২) আপনাদের কাছে প্রশ্ন করার আগে আসে পাশে যারা দীনি বোন ছিল তাদের কে এসব ঘটনা বলে জিজ্ঞেস করেছিলাম এগুলা কি মানত কিনা। যে, আমার মনে তো এমন এমন চলে আসে। যে অমুক কাজ এর জন্য টাকা দিব, নামাজ পড়বো। তাদেরকে মুখে বলেছি এগুলো মানত এর মত করে। শুধু জানতে এটা কি মানত নাকি নিয়ত। এতে কি আমার মানত হয়ে গেছে?