আসসালামু আলাইকুম। একটি বিষয়ে শরীয়াহ্ অনুযায়ী পরামর্শ নিতে চাই।
আমার শ্বাশুড়ি একজন স্থায়ী সরকারি কর্মকর্তা (গ্রেড ১৪–১৭)। তার নিজের জমি আছে সাভার, ঢাকায়। ইতিমধ্যে ভিত্তি বা আন্ডারগ্রাউন্ড কাজ সম্পন্ন করেছেন, এতে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এখন উপরের অংশ নির্মাণের জন্য আরও অর্থের প্রয়োজন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি স্কিম আছে, নাম Housing Investment Programme for Govt. Employees (HIPGE)। এখানে বলা হচ্ছে, বিনিয়োগ পদ্ধতি হবে Hire Purchase under Shirkatul Melk (HPSM)। মেয়াদ সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত হতে পারে। লাভের হার ধরা হয়েছে ৯%, যার মধ্যে ক্লায়েন্ট ৪% দেবে এবং বাকি ৫% সরকার ভর্তুকি দেবে। এখানে ব্যাংক মোট খরচের ৯০% দেবে, আর ক্লায়েন্টকে নিজের পক্ষ থেকে ১০% দিতে হবে। ফলে ব্যাংক এবং ক্লায়েন্ট দু’জন যৌথভাবে মালিক হবে, পরে কিস্তি দিতে দিতে ক্লায়েন্ট ব্যাংকের অংশ কিনে নেবে এবং মেয়াদ শেষে সম্পূর্ণ মালিকানা ক্লায়েন্টের হয়ে যাবে।
এখন প্রশ্ন হলো, আমার শ্বাশুড়ি যদি এই স্কিমের মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা নিতে চান, তাহলে কি নির্দিষ্ট এই ৪% হারে কিস্তি দেওয়া শরীয়াহ অনুযায়ী হালাল হবে, নাকি এতে সুদ বা রিবা জড়িয়ে যাবে? আমাদের উদ্দেশ্য শুধুমাত্র হালাল উপায়ে বাড়ি নির্মাণ করা। আপনার পরামর্শ পেলে উপকৃত হবো, ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খাইর।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250922_202735_734.sdocx-->