,,,,আসসালামু আলাইকুম মুফতি সাহেব,,,
নিচের লিংক টির আহলে হক্ব মিডিয়া যে ফতোয়া টি তারা তাদের ওয়েবসাইট এ আপলোড করেছে কনো ভাইয়ের বা বোন এর,প্রশ্নে,,,, তাদের সেই ফতোয়া টা কি সঠিক, ,
https://ahlehaqmedia.com/14497
যদি তাদের সেই ফতোয়া টা সঠিক হয়,,,, কনো স্বামী এবং স্ত্রী র সম্মতিতে যদি তারা তাদের দুই পরিবার এর সম্মতি তে কাজি অফিস এ গিয়ে,,,, স্বামী মুখে কিছু না বলে সেই স্ত্রী র আবেদন এ মোহর টাকা সেই স্ত্রী তার স্বামি কে মাফ করে দিয়ে তার স্বামী যদি মুখে কিছু না শুধু কাজির রেজিস্ট্রার খাতা এবং বা খোলার কাগজে কাজি যেখানে সই করতে বলে সেখানে যদি তারা স্বামী স্ত্রী,,,, সামনাসামনি বসে অনেক গুলো সাক্ষী র সামনে সই করে তাহলে শরিয়ত সম্মত হবে,,,
যদি আহলে হক্ক মিডিয়া র ফতোয়া সঠিক হয়,,,, কোন স্ত্রী র আবেদনে এ খোলার বিধান ও কি একই রকম নাকি ভিন্ন
,,,,,