আমি গত বছর hsc (hsc 2024) পরীক্ষা দিয়েছি। গত বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কোথাও চান্স হয় নি। চান্স না হওয়ার একটা কারণ আমি বিভিন্ন বিষয় নিয়ে ( বিশেষ করে এটা কি জায়েজ হচ্ছে? নাকি এটা নাজায়েজ? নাজায়েজ কাজ করলে তো গোনাহ। যখন ভাবি যে গোনাহ নেই ইনশাআল্লাহ। তখন মনে হয় নাজায়েজ কাজকে জায়েজ মনে করলে তো ইমান থাকবে না। জাহান্নামে যেতে হবে। যখন এরকম হয় তখন মাথায় প্রচন্ড চাপ অনুভব করি। অন্য কোনো কাজ ভালোভাবে করতে পারি না।) অতিরিক্ত চিন্তা ভাবনা করার করার কারণে ভালো করে পড়তে পারি নি। এরকমটা সেই hsc এর শুরুর দিক থেকেই হয়ে আসছে। এজন্য hsc তেও ভালো করে পড়তে পারি নি। একেক সময় একেক বিষয় নিয়ে চিন্তা হয়।( আরো অনেক বিষয় নিয়ে আমার সন্দেহ, জায়েজ- নাজায়েজ এরকম অতিরিক্ত চিন্তা ভাবনা হয়।)
তো আমি এবছরও ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছি hsc 2025 ব্যাচের সাথে সেকেন্ড টাইমার হিসাবে। শুরু থেকে আমি IUT ( lslamic University of technology) ও Ku (khulna University) কে টার্গেট রেখেছিলাম। পরে ভাবলাম। Iut তে তো পড়ার অনেক খরচ। আর ফার্স্ট -সেকেন্ড না হলে( ১ম ২য় হলে স্কলারশিপ দেয়) পড়ার সামর্থ্য আমার নেই। আর ফার্স্ট হওয়া তো অনেক কঠিন। এজন্য আমি Ku কে টার্গেট করি।
তো কিছুদিন আগে আমার এক বন্ধুর ( যে গত বছর বলতে এই বছরই আরকি। কারণ Ku এর পরীক্ষা আমাদের সময়ের টা এই বছর এপ্রিল মাসে হয়েছে। জুন বা জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে ) সাথে গল্প করার সময় বলছে যে তাদের এক স্যার বলেছে যে, এই বছর Kuet (Khulna University of Engineering and Technology) এর প্রশ্ন ভালো স্ট্যান্ডার্ড হয়েছে। পরবর্তী বার Ku এর পরীক্ষার প্রশ্ন ( মানে hsc 25 ব্যাচের যে পরীক্ষা হবে আমি যেটা সেকেন্ড টাইমার হিসাবে দেব) Kuet এর ওই প্রশ্ন অনুযায়ী করার জন্য চেষ্টা করবে। তখন আমি ভাবছিলাম তাহলে তো Kuet এর বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখতে হয়। তো তখন আমার কিছু মনে হয় নি। Kuet এর বিগত বছরের প্রশ্ন গুলো ভালো করে দেখবো এরকম জাস্ট ভেবে রেখে ছিলাম।
এখন গতকাল হঠাৎ সকাল বেলা Ku তে cse সাবজেক্ট পেতে হলে কেমন মার্ক পেতে হবে এরকম কিছু ভাবার সময় মনে হলো যে, স্যার তো বলছে Kuet এর মতো প্রশ্ন করার চেষ্টা করবে এখন যদি আমি kuet এর ওই বছরের ও বিগত বছরের প্রশ্ন দেখি তাহলে সেটা প্রশ্ন ফাঁস করা বা নকল করার মতো হয়ে যাচ্ছে না তো? এই নিয়ে নানা রকম চিন্তা ভাবনা হচ্ছে।
ওইসময়ই আমি ভাবলাম যে kuet এর প্রশ্ন দেখা যাবে না, তখন আমি ku তে কেমন প্রশ্ন হতে পারে ভাবছিলাম তখন ভাবলাম kuet এর ৬ মার্কের mcq প্রশ্ন ku তে ১ মার্কের প্রশ্নে আসার সম্ভবনা নেই। ( কারণ আমার ওই বন্ধুর কথা শুনে আমি মনে করেছিলাম Kuet এর 6 মার্কের mcq কে ফলো করে হয়ত ku এর 1 মার্কের mcq গুলো দিবে)
যেহেতু ku তে ক্যালকুলেটর ব্যবহার করা যায় এজন্য প্রশ্ন একটু হার্ড হবে। সেটা DU ( dhaka University) , buet, ruet এর 1 মার্কের mcq এর মতো হতে পারে। তো তখন ভাবলাম যে du, buet, ruet এট mcq question গুলো দেখবানি।
তারপর আমাদের সময় ku এর প্রশ্নটা দেখলাম দেখে দেখলাম যে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এর লিখিত প্রশ্ন kuet, Ruet(Rajshahi University of engineer and Technology) , Cuet(চট্টগ্রাম University of Engineering and Technology) এর 6 মার্কের mcq প্রশ্নের সাথে মিল আছে। (আগে 2,3 বছর Cuet, Kuet, Ruet এর পরীক্ষা একসাথে হতো। যাকে ckruet গুচ্ছ পরীক্ষা বলে। আমাদের সময় আবার cuet, kuet, ruet আলাদা পরীক্ষা হয়েছে।) তখন ভাবলাম যে Ku এর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আমি cuet, kuet, ruet, এর বিগত বছরের প্রশ্নগুলো দেখবানি। এগুলো দেখলে মোটামোটি আমার ku এর লিখিত ৫ মার্কের প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি অনেকটা হয়ে যাবে। এটা আমার জন্য Ku এর লিখিত পরীক্ষার জন্য দরকারি। আমি তো নিজের জন্য দরকারি বুঝতেছি এজন্য এগুলো করবো। স্যার বলেছে এজন্য করবো না।
তারপরও চিন্তা হচ্ছিল জায়েজ হবে কি হবে না।
তারপর গতকাল রাতে ভাবলাম যেহেতু স্যার আমাদের সময়ে হওয়া Kuet এর প্রশ্নকে ফলো করার চেষ্টা করবে বলছে। তাহলে ওই প্রশ্ন গুলো দেখবো না অন্য বছরের প্রশ্নগুলো দেখবো। তাহলে তো জায়েজ হওয়ার কথা।
তারপরও আমার সন্দেহ কাটতেছে না। মনে হচ্ছে জায়েজ হবে কি হবে না, এটা নিয়ে চিন্তা হচ্ছে। এখন আমার করণীয় কি।
১. আমি বুঝতেছি যে ckruet গুচ্ছ পরীক্ষা সহ এবারের kuet এর 6 মার্কের প্রশ্নগুলো ku এর লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ Ku এর ৫ মার্কের প্রশ্ন গুলো এর মতো অনেকটা । এজন্য এগুলো করতে চাচ্ছি। স্যার বলেছে kuet এর ২৪-২৫ সেশনের প্রশ্ন ফলো করার চেষ্টা করবে এজন্য কোনোভাবেই করতেছি না। তাহলে এ প্রশ্নগুলো করা জায়েজ হবে কিনা?
২..যেহেতু স্যার বলছে kuet এর ২৪-২৫ সেশন এর প্রশ্ন ফলো করে প্রশ্ন করার চেষ্টা করবে। এখন আমি যদি kuet এর আমাদের সময় অর্থাৎ kuet 24-25 সেশনের প্রশ্নগুলো না দেখে। অন্য বছরের ckruet গুচ্ছের ৬ মার্কের প্রশ্নগুলো দেখি। তাহলে সেটা জায়েজ হবে কিনা?
৩. নাকি আমাকে Cuet, Ruet, Kuet এর প্রশ্নগুলো দেখতেই পারবো না? নাকি শুধু Cuet, Ruet এর প্রশ্নগুলো দেখতে পারবো? ( মাঝে মধ্যে আবার মনে হচ্ছে যে ku এর জন্য পড়াই যাবে না, অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে।)
(ওই স্যারকে আমি চিনি না, জানি না, তার নামও জানি না, আমার বন্ধু জাস্ট ওই কথা গুলো বলেছিল। ওইটুকুই শুনেছি।
তাছাড়া স্যারের বলা মতো ওইরকম প্রশ্ন হবে কিনা তার তো কোনো কথা নাই কারণ একজন স্যারের কথা মতো তো আর পুরো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে না তাই না??)
হুজুর এখন আমি কি করবো আমাকে একটু দিক নির্দেশনা দেন।
( আমি এবছর বিয়ে করেছি৷ আমি পরিবারের একমাত্র ও বড় ছেলে।আমার বাসা সাতক্ষীরা। এখন ku (khulna University) আমার বাসা থেকে কাছে। বাসে যাইতে ২ ঘন্টা এর মতো লাগে। ku তে চান্স হলে সব দিক দিয়ে আমার জন্য সুবিধা হয়। তাছাড়া আমি পড়াশোনা করতে চাই, আমার ইচ্ছা, স্বপ্ন আমি পড়াশোনা করবো এর মাধ্যমে আমার পরিবার এর খরচ চালাবো। মুসলিমদের কল্যাণে আমার পড়াশোনার মাধ্যমে কাজ করবো।এজন্য আমি ku তে চান্স পেতেই হবে ইনশাআল্লাহ এরকম একটা মনোভাব নিয়ে পড়তেছিলাম হঠাৎ এসব বিষয় মনে হচ্ছে।)
হুজুর আমাকে একটু দিকনির্দেশনা দিন। আর এরকম অতিরিক্ত চিন্তা ভাবনা কি ঠিক হচ্ছে? আমি এক মনে কিছু করবো এমনটা করতে পারছি না। বিভিন্ন বিষয় নিয়ে এরকম চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি বারবার।