ইমার্জেন্সি প্রশ্ন
আমার হায়েজ শুরু হয় ১২ তারিখ ইশারের সময়। আজ ২২ তারিখ। এখনো পুরোপুরি সাড়েনি।হিসাব করলে ১০ রাত হয়ে গেছে। কিন্তু ১০ দিন পূর্ন হবে আজ ইশারের সময়। এখন আমি কি আজ জুহর থেকে নামাজ পড়বো নাকি ইশা থেকে বুঝতেছিনা।
এখন আর আমার ব্লিডিং হচ্ছেনা শুধু কালচে স্রাব যাচ্ছে। নামাজ পড়লে কি প্রতি বেলা ওজু করতে হবে?
একটু তাড়াতাড়ি জানালে মুনাসিব হতো।