আসসালামু আলাইকুম
আমি আগে জানতাম না যে নামাজের প্রতি রাকাতে আঊযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। তাই প্রথম রাকাতেই শুধু আঊযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তাম। এখন আমার কি নামাজ হয় নি।
2. আমি অসুস্থতার জন্য সুরা ফাতিহা পানিতে ফুক দিয়ে সেই পানি খাই। এখন হায়েজ অবস্থায় কি এটা করা যাবে। জানাবেন দয়াকরে।