আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার স্বামী প্রবাসী এবং সে সুত্রে আমাকেও তার কাছে নিয়ে যাবেন ইন শা আল্লাহ। তো সেক্ষেত্রে তিনি চাইছেন সেখানেই একটি ফ্লাট ক্র‍য় করবেন যেহেতু আল্লাহ চাইলে সেখানেই আমাদের ভবিষ্যৎ। তো ইউরোপে নগদ টাকা দিয়ে ফ্লাট ক্রয় খুবই ব্যয়বহুল। তাই আমার হাসবেন্ড চাইছেন ব্যংক লোন নিয়ে ফ্লাট ক্রয় করবেন। কিন্তু আমার হালাল হারামের ব্যপার টায় আটকে যাচ্ছে। আমি যতদূর জানি সুদের পরিমান যদি আগেই নির্দিষ্ট থাকে তাহলে তা জায়েজ। এখন আমার হাসবেন্ড যেখান থেকে লোন নিতে চাচ্ছেন সেখানে এমন একটি অপশন ও আছে যে তারা ২০/৩০ বছর এ একটি নির্দিষ্ট সং্খ্যক একাউন্ট নিবে। সেক্ষেত্রে আমরা কি ব্যংক লোন নিয়ে ফ্লাট কিনতে পারবো? সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন। খুবই জরুরী এবং খুবই উপকার হত তাহলে।