জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمُ الطَّيْرُ فَسَلَّمْتُ ثُمَّ قَعَدْتُ فَجَاءَ الأَعْرَابُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَتَدَاوَى فَقَالَ " تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ " .
উসামা ইবন শারীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন সময় আসি, যখন তাঁর সাহাবীগণ তাঁর চারপাশে এমন ভাবে বসে ছিল, যেন তাঁদের মাথার উপর পাখী বসে আছে (অর্থাৎ শান্তভাবে)। এরপর আমি সালাম করি এবং বসে পড়ি। এ সময় আরবের লোকেরা এদিক-সেদিক থেকে সেখানে সমবেত হয় এবং তারা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি চিকিৎসা করাব? তিনি বলেনঃ হ্যাঁ, তোমরা রোগের চিকিৎসা করাবে। কেননা, আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেন নি, যার চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা রাখেন নি; তবে বার্ধক্য এমন একটি রোগ যার কোন চিকিৎসা নেই।
(আবু দাউদ ৩৮১৫)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
চিকিৎসা গ্রহন করা সুন্নাত,সুতরাং আপনি বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারেন।
এলোপ্যাথে ওষুধ দিয়ে কাজ না হলে প্রয়োজনে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ওষুধ আপনাকে সেবন করতে পারেন
ইসলামে শারীরিক অসুখকে শুধু দুনিয়ার পরীক্ষা নয়, বরং গুনাহ মাফের একটি উপায় হিসেবেও বলা হয়েছে। তবে চিকিৎসা গ্রহণ করা সুন্নাহ এবং ওয়াজিবের কাছাকাছি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আল্লাহ তাআলা যে রোগই সৃষ্টি করেছেন, তার জন্য চিকিৎসাও সৃষ্টি করেছেন।”
(সহিহ বুখারী, সহিহ মুসলিম)
কিছু আমল ও দুআ
১. সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে প্রতিদিন সকালে ও রাতে শরীরে ফুঁ দিন।
২. বিসমিল্লাহ বলে হাতের তালুতে ফুঁ দিয়ে অসুস্থ অংশে হাত বুলিয়ে নিন (এটা নবীজি ﷺ করতেন)।
৩. নিয়মিত আয়াতুল কুরসি পড়ুন।
৪. অসুখ বা কষ্টে রাসূল ﷺ এর দোয়া:
“আল্লাহুম্মা রব্বান্নাস, আজহিবিল-বা‘স, ইশফি আনতাশ-শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউক, শিফা’আন লা ইউগাদিরু সাকামান।”
(হে আল্লাহ! মানুষদের প্রতিপালক, কষ্ট দূর করুন, শিফা দান করুন। আপনার শিফা ছাড়া আর কোন শিফা নেই। এমন শিফা দিন যাতে কোন রোগ অবশিষ্ট না থাকে।)
★ ইউনানী ওষুধ হামদার্দ এর ছাফী (SAFI) নিয়মিত খেতে পারেন
কিছু সুন্নাতি চিকিৎসা
১. কালোজিরা (হাব্বাতুস সৌদা) – হাদিসে এসেছে: “এটা মৃত্যুর বাইরে সব রোগের শিফা।” (বুখারী, মুসলিম)
তবে মাত্রা মেনে (খাবারের সাথে অল্প) গ্রহণ করবেন।
2. মধু – কুরআনে আল্লাহ বলেন, “তাতে মানুষের জন্য রয়েছে শিফা।” (সূরা নাহল ১৬:৬৯)
গরম পানির সাথে খেলে উপকারী হতে পারে।
3. রুকইয়াহ শারইয়া – কুরআন ও হাদিসের দোয়াগুলো পড়ে পানি ও অলিভ অয়েলে ফুঁ দিয়ে ব্যবহার করা যায়।