আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বয়সন্ধিকাল থেকেই মুখে ব্রণ যা এলার্জিজনিত। ডাক্তার দেখানোর পরেও ঠিক হচ্ছেনা। ৮/৯ বছরের বেশি সমিয় ধরে এইগুলো থেকেই যাচ্ছে। এমতাবস্থায় ধৈর্য্য ধরা কষ্টকর হয়ে যাচ্ছে। ভেঙ্গে পড়ছি বার বার(আল্লাহ মাফ করুন)। এমন কোন সুন্নাতি উপায় বা কুরআনের আয়াত বা আমল কি আছে যা আমাকে বিয়ের নিয়তে সৌন্দর্য বর্ধনে অথবা এ ধরনের রোগ মুক্তিতে সাহায্য করবে? আল্লাহ উত্তরকারীর জীবনে বারাকাহ দান করুন।