আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১) ফেইসবুকে অনেকসময় ছেলেদের আইডি থেকে ফটোগ্রাফি,ক্যালিগ্রাফি এগুলো নিউজফিডে চলে আসে যদিও ফেইসবুক ফ্র্যান্ড না। এইসব পোস্ট গুলো তে রিয়েক্ট দেয়া যাবে? শুধু লাইক রিয়েক্ট?
২) অনেক দ্বীনি পুরুষ/ইসলাম নিয়ে ভালো লিখে ফেইসবুকে আমি উনাদের লিখায় শুধু লাইক দিই,যেনো এমন আরো সামনে আসে। দেয়া যাবে?
৩) পরিবারে আমিই দ্বীন ঠিকঠাক পালন করার চেষ্টারত আর রিলেটিভস তেমন মানেন না কেউই।প্রশ্নটা আগে করেছিলাম বাট ইনফরমেশন একটু মিস হয়েছিলো তাই এখানে দিচ্ছি। তো আমার কাজিন রা যখন বেড়াতে আসে আমার এখানে ওরা ঘুরতে চায়, যেহেতু ওরা বেপর্দা থাকে আমার মন চায় না।কিন্তু না করলে সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে। আল্লাহ তো বলেছেন আত্মীয়র সম্পর্ক রক্ষা করতে, তাই বুঝতে পারছিনা কিভাবে ডিল করবো।
ক্লোজ ফ্র্যান্ড যারা ছিলো ওদের কে আর বাসায় ডাকি না এই কারণে যে বের হলে আমার গুনাহ হতে থাকবে তবে ওদের সাথে সম্পর্ক রক্ষার তেমন টেনশন নেই তাই জাস্ট খোঁজখবর নিই। তবে আত্মীয়র ব্যাপারে আমি বেশ কনফিউজড..