আস সালামু আলাইকুম
বিয়ের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন শরিয়াহ সম্মতভাবে মেয়েদেরকে কতটুকু পর্দা করে পাত্রের সামনে যেতে হবে। এবং এই সময় কুশলাদির নিয়ম কি? আমি কি ধরনের প্রশ্ন করতে পারি? এবং এরকম কি কোন প্রশ্ন আছে যেগুলো বিয়ের আগে অবশ্যই জেনে নিতে হবে ? অনুগ্রহ করে জানাবেন