ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুহতারাম এ প্রশ্নকে আমরা জটিল ও কঠিনতম মাসআলা মনে করি। যেহেতু এটা বাংলাদেশের স্বার্থ নিয়ে প্রশ্ন। সুতরাং এমন প্রশ্নের জবাব বোর্ড গঠন পূর্বক দেয়াই আমরা নিরাপদ ও যুক্তি সংগত মনে করি। তাই আপনার এ প্রশে্নর জবাব আমরা পরে দিবো। এরকম আর কিছু প্রশ্ন আমদের কাছে, ইনশাআল্লাহ আমরা সবগুলোর উত্তরই দিব। ইনশাআল্লাহ।......................................
(১) বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হওয়ায় তার আইন মানা জায়েয় নয়। কথাটা বিশুদ্ধ নয় । বরং কুরআন হাদীস বিরোধী না হলে সরকারের সকল প্রকার আইন মানা একজন নাগরিক হিসেবে, অত্যন্ত জরুরী।
পাকিস্তান সরকারের গ্রান্ড মুফতী- মুফতী শফী রহ সুরা নিসার ৫৯ নং আয়াতের তাফসীর করতে যেয়ে বলেনঃঐ সমস্ত হুকুম যা কোরআন-সুন্নাহে বর্ণিত নেই তাতে দু-রকম বিধি-বিধান রয়েছে (এক)যার সম্পর্ক দ্বীন-ইসলামের সাথে তথা শরয়ী হুকুম-আহকামের সাথে।(দুই)যার সম্পর্ক সামাজিক নিয়ম শৃংখলার সাথে।যেই সমস্ত বিধি-বিধানের সম্পর্ক সামাজিক নিয়ম-শৃংখলার সাথে তা বাস্তবায়ন করতে কোরঅান-সুন্নাহর আলোকে কোনো বাধ্যবাধকতা নেই বরং যার যেটা ভালো লাগবে সে সে অনুযায়ী আমল করতে পারবে বা ফায়সালা করতে পারবে।সুতরাং এক্ষেত্রে আইনপ্রনেতা ও বিচারকগণ সম্পূর্ণ স্বাধীন, স্থান-কাল বিবেচনা করে তারা যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। (তাফসীরে মা'রিফুল কোরআন (উর্দু ভার্সন)-২/৪৫১) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/623
(২) জ্বী, দেশের নাগরিক হিসেবে তথ্য পাওয়া আমাদের সবার অধিকার । রাষ্ট্রের নিয়মানুযায়ী যা অধিকার হিসেবে সাব্যস্ত তা আমাদের অধিকার হিসেবে গণ্য হলে সমস্য কোথায়?
(৩) অন্যান্য কাফের রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে যেসকল প্রযুক্তির আবিষ্কার করা হয়, তা যদিও বিজ্ঞানীরা করেন কিন্তু সেটি রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় হতে অনুমতি পায়। যদি এ আবিস্কার কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এগুলো সম্পর্কে জানা এবং ব্যবহার করা কোনো টাই নাজায়েয হবে না।
(৪) বাংলাদেশের বিভিন্ন বিষয় এ যে পরিসংখ্যান বের করা হয় তা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বের করে, এটা মূলত একটা আন্দাজ। সুতরাং প্লাস-মাইনাস সহ তাদের হিসাবেকে গ্রহণ করে নিতে কোনো সমস্যা নাই।