আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
17 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
السلام عليكم و رحمة الله و بركاته

আমি স্বপ্নটা সম্পূর্ণ বলছি-

আমি একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাথে আরো কয়েকজন ছিল। জায়গা টা প্ল্যাটফর্ম না, কিন্তু ওখানে ট্রেন এসে থামে। হটাৎ কে যেন বলে উঠলো এই ট্রেনে করে নাকি রসুলুল্লাহ ﷺ আসবেন এবং এই জায়গায় নামবেন। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, স্টপেজের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। তারপর ট্রেন আসলো, আমি উনাকে ﷺ খুঁজছিলাম, কিন্তু দেখি নাই। কেউ বললো আসে নাই, কেউ বললো আসছে কিন্তু চলে গেছে। আমি সবাইকেই প্রত্যক্ষ করছিলাম ভালো করে। তারপর কেউ একজন অন্য একজনকে আমার সামনে নিয়ে আসে। তার চেহারা টা আমার ঠিক মনে নাই। ঘন কালো দাঁড়ি ছিল, কিন্তু গায়ের রঙ ছিল বইয়ের পৃষ্ঠার মতো সাদা। আমি বললাম, ইনি রসুলুল্লাহ ﷺ হতেই পারেন না। কারণ রসুলুল্লাহ ﷺ এর গায়ের রঙ হলো সাদার মধ্যে গোলাপি আভা। আমি আমার রসুলুল্লাহ ﷺ কে দেখতে পেলাম না। এরপর আমি বাসায় চলে আসি এবং বিভিন্ন গাছ থেকে অনেক ফুল ছিড়েছিলাম, ছবি তুলছিলাম। আম্মু বা বাসার কেউ একজন জিজ্ঞেস করলো এত ফুল কেন ছিড়েছি আজ। আমি বললাম, রসুলুল্লাহ ﷺ আসবেন শুনেছিলাম, এই খুশিতে। তারপর (কথাটা কে বলেছে আমার মনে নাই) বললো, "তুই ইদানীং বেশি মোবাইল ইউজ করিস, এটা আরো কমাতে হবে।"
এরপর আমার স্বপ্নটা ভেঙে যায়। এটা দেখেছি বৃহস্পতিবার রাতে, অর্থাৎ আরবি মাস হিসেবে শুক্রবার শুরু হয়ে গিয়েছে।
আমি যে অনেক বেশি আমল করি, এমনটাও না। বেশিরভাগ সময় অসুস্থতার কারণে আমার স্বালাত মিস যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?
আর, আমি যদি সত্যিই রসুলুল্লাহ ﷺ কে দেখতে চাই, তাহলে আমার কোন আমল বাড়াতে হবে?

جزاك الله خيرا في الدنيا والاخره

1 Answer

0 votes
ago by (705,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখবেন দেখবেন করে তারপর দেখতে না পারার অর্থ হল, আমলে কিছু ঘাটতি রয়েছে। আপনি বেশী বেশী দুরুদ শরীফ পড়বেন। এবং ইসলামের সকল বিধিবিধান মান্য করার আপ্রাণ চেষ্টা করবেন।আল্লাহ আপনাকে তাওফিক দান রুকন।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...