السلام عليكم و رحمة الله و بركاته
আমি স্বপ্নটা সম্পূর্ণ বলছি-
আমি একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাথে আরো কয়েকজন ছিল। জায়গা টা প্ল্যাটফর্ম না, কিন্তু ওখানে ট্রেন এসে থামে। হটাৎ কে যেন বলে উঠলো এই ট্রেনে করে নাকি রসুলুল্লাহ ﷺ আসবেন এবং এই জায়গায় নামবেন। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, স্টপেজের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। তারপর ট্রেন আসলো, আমি উনাকে ﷺ খুঁজছিলাম, কিন্তু দেখি নাই। কেউ বললো আসে নাই, কেউ বললো আসছে কিন্তু চলে গেছে। আমি সবাইকেই প্রত্যক্ষ করছিলাম ভালো করে। তারপর কেউ একজন অন্য একজনকে আমার সামনে নিয়ে আসে। তার চেহারা টা আমার ঠিক মনে নাই। ঘন কালো দাঁড়ি ছিল, কিন্তু গায়ের রঙ ছিল বইয়ের পৃষ্ঠার মতো সাদা। আমি বললাম, ইনি রসুলুল্লাহ ﷺ হতেই পারেন না। কারণ রসুলুল্লাহ ﷺ এর গায়ের রঙ হলো সাদার মধ্যে গোলাপি আভা। আমি আমার রসুলুল্লাহ ﷺ কে দেখতে পেলাম না। এরপর আমি বাসায় চলে আসি এবং বিভিন্ন গাছ থেকে অনেক ফুল ছিড়েছিলাম, ছবি তুলছিলাম। আম্মু বা বাসার কেউ একজন জিজ্ঞেস করলো এত ফুল কেন ছিড়েছি আজ। আমি বললাম, রসুলুল্লাহ ﷺ আসবেন শুনেছিলাম, এই খুশিতে। তারপর (কথাটা কে বলেছে আমার মনে নাই) বললো, "তুই ইদানীং বেশি মোবাইল ইউজ করিস, এটা আরো কমাতে হবে।"
এরপর আমার স্বপ্নটা ভেঙে যায়। এটা দেখেছি বৃহস্পতিবার রাতে, অর্থাৎ আরবি মাস হিসেবে শুক্রবার শুরু হয়ে গিয়েছে।
আমি যে অনেক বেশি আমল করি, এমনটাও না। বেশিরভাগ সময় অসুস্থতার কারণে আমার স্বালাত মিস যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?
আর, আমি যদি সত্যিই রসুলুল্লাহ ﷺ কে দেখতে চাই, তাহলে আমার কোন আমল বাড়াতে হবে?
جزاك الله خيرا في الدنيا والاخره