ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وفى رد المحتار- قوله (بشهوة) اي ولو من احدهما،
وفى الدر المختار- وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى
وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109)
(৩) স্পর্শ করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। সেই সাথে স্পর্শ করার আগে বা শেষে, হাত ছেড়ে দেওয়ার আগে বা পর যদি উত্তেজনা অনুভূত হয় তাহলেও নিষিদ্ধতার সাব্যস্ত হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1233
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সহবাসের ইচ্ছা ব্যতিত স্পর্শ এবং উত্তেজনা দ্বারা হুরমত হবে না। আপনি যতগুলি প্রশ্ন করেছেন, সবগুলো ওয়াসওয়াসা থেকে উৎপত্তি হয়েছে। সুতরাং এইসব বিষয়কে পরিহার করবেন।
(১) এদ্বারা হুরমত হবে না।
(২)কামভাব বা সহবাসের ইচ্ছা ছারা লিঙ্গ যদি দাঁড়ায় তাহলে হুরমত সাবাস্থ হবে না।
(৩) এগুলো শয়তানের ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দিবেন না।