ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেনাকারী উলংগ অবস্থায় কেয়ামতপর্যন্ত আগুনে জ্বলবে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যেনাকার ও যেনাকারীনি কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায়
আগুনে জ্বলতে থাকবে। [ বুখারী,মিশকাতঃ ৪৬২১]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যিনা ব্যভিচার বিয়ের আগে হোক বা পরে,তাদেরকে এই শাস্তি দেওয়া হবে।
(২) বিয়ের পর যেনা করলে তাদেরকেও এই শাস্তি দেয়া হবে। আর দুনিয়ার শাস্তি হল, পাথর মেরে হত্যা করা।
(৩) বিয়ের পর কিছু স্বামী স্ত্রী তালাক হওয়ার পর যদি সংসার কর, তাহলে তাদেরকেও এই শাস্তি দেয়া হবে। তথা উলঙ্গ অবস্থায় কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে।
৫) যেনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হবে না।