আসসালামু আ'লাইকুম।
আজ অজু করার সময় মাথা মাসেহ করার পরে খেয়াল হয় যে হাঁটুতে হয়তো সামান্য ময়লা লেগে আছে। সেটা নাপাকও হতে পারে তাই চট করে হাত দিয়ে ময়লাটা মুছে হাঁটুসহ হাত ধুয়ে ফেলি। এরপরে পা ধোয়ার কথা মনে পড়লে পা ধুই। এভাবে কি অজুটা হয়েছে? অজুর মাঝে যদি নাপাকি বা ময়লা লাগে গায়ে তাহলে সেটা পরিষ্কার করার বিধান কী? অজু শেষ করে ধোয়া, নাকী সাথেসাথে ধুয়ে অজুর পরের অংশ করা?