আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
আমি একজন মেয়ে বলছি, আমি ভীষণ দুঃখ কষ্টে নিপতিত হয়েছি উস্তায, আজ ৫বছর ধরে পরিপূর্ণ দ্বীনে ফিরেছি - জাহিলিয়াতের সবকিছু (গান, নাটক) সব ছেড়ে এসেছি । পরিপূর্ণ দ্বীন পালন করি, কিন্তু আমি ১টা জায়গায় আটকে গিয়েছি, ছোট বেলা থেকেই ফুটবল আমার অন্যরকম আসক্তি ছিলো, যা আমি ছাড়াতে পারছিনা আজ পর্যন্ত, যুদ্ধ করে হলেও ৫/৬দিন বিরত থাকতে পারি পরবর্তী ম্যাচের সময় ঠিকই আমার ইমান দুর্বল হয়ে যায় । কত কিই না চেষ্টা করেছি এটা ছাড়াতে, আমায় সাহায্য করুন উস্তায.... এই খেলা দেখা আমার ইমান আমল দুর্বল করে দিচ্ছে । আমি প্রায় উন্মাদের মতো হয়ে যাই খেলা দেখতে না পারলে, অথচ আমার এমন অবস্থা হয়েছে যে, আমি খেলা দেখেও শান্তি পাইনা । না দেখলেও শান্তি পাইনা ।
(ফোন ত্যাগ করা সম্ভব না - কারণ জাওযের সাথে কথা বলতে হয়, কয়েকমাস হয়েছে বিয়ে হলো, খেলা দেখার ব্যাপারে উনি জানলে অনেক কষ্ট পাবেন)