আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
‌১. লাইফ গুড নামক এপে ৩০০ টাকা দিয়ে ভেরিফাইড করে ইনকাম করতে হয়। এভাবে ইনকাম কি জায়েয?
২.কোনো ইনকাম সাইটে অর্থ বা কয়েন বোনাস দিলে তা গ্ৰহণ করা কি জায়েজ?
৩.একবার রাস্তায় হাঁটতে গিয়ে রাস্তায় জ্যাম থাকায় ভুল করে এক খাবার ওয়ালার গাড়ি থেকে কিছু খাবার পরে যায়। এখন করণীয় কি? তাকে তো আমি চিনি না।
৪. একবার ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাওয়ার সময় দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে কিছু মাংস লেগে আছে।এটা খাওয়া কি জায়েয? কারণ,এটা তো বিক্রেতা ভুল করে দিতে পারে।
৫. মসজিদে নামাজ আদায় করার সময় যদি বায়ু
চাপ আসে। তবে তখন বায়ু আটকে রাখব নাকি ত্যাগ করব?
৬. কোনো দোকানে গিয়ে আমি পণ্য কিনার নিয়ত না করে যদি শুধু পণ্য দেখি,দাম জিজ্ঞেস করি তবে কি দোকানদার এর হক নষ্ট হবে? কারণ, এতে দোকানদার এর কষ্ট হতে পারে।
৭.
https://ifatwa.info/125458/
এই লিংকে ৪নং প্রশ্নের উত্তরে আপনি আব্বুর কাছে ক্ষমা চেয়ে নিতে বলেছিলেন। কিন্তু আমি তো মিথ্যা কথা বলিনি,বলেছিল আম্মু। আর এই বিষয়টি আব্বুকে জানালে ঝামেলা হতে পারে। এখন আমার করণীয় কি?
৮. জামাতে নামাজ আদায় করার সময় বায়ু আসলে করণীয় কি?