আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি কানাডাতে থাকি, আমার ভাই কানাডাতে ভিজিট ভিসা আসতে চাচ্ছে, এখানে এসে রিফুজি ক্লেম করতে চাচ্ছে। বিজিবি থাকলেম করে এখানে পার্মানেন্টলি থাকতে চাচ্ছে। রিফিউজি ক্লেম করার জন্য ইমিগ্রেশন এপ্লিকেশনে মিথ্যা তথ্য দেওয়া যেমন আমি বাংলাদেশে গেলে আমার জীবনের সমস্যা হবে। এভাবে বলে রেখেছি ক্লিন করলে কি জায়েজ হবে? ইসলামের শরীয়ত অনুযায়ী এটা কি হারাম হবে?
জাযাকাল্লাহ খাইরান