ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মালিকী মাযহাবে হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করা সুন্নত না হাত বেধে নামায পড়া সুন্নত। তা নিয়ে মতপার্থক্য রয়েছে। ইমাম মালিক রাহ থেকে দু রকমের বর্ণনা পাওয়া যায়। মালিকি মাযহাবের অধিকাংশ উলামার মতে হাত বেধে নামায পড়া সুন্নত।হ্যা, ইমাম মালিক রাহ থেকে এক বর্ণনায় পাওয়া যায় যে, হাত ছেড়ে দিয়ে নামায পড়া সুন্নত। ইবনে যুবাই রাযি থেকে উনি বর্ণনা পেশ করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিয়ে নামায পড়তেন।(আত-তামহিদ ইবনে আব্দুল বার)
(২) মালিকি মাযহাবে এক সালাম ওয়াজিব। দ্বিতীয় সালাম গোপনে মুস্তাহাব। তাদের দলিল তিরমিযি শরীফে বর্ণিত হযরত আয়েশা থেকে বিবরণ যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালামে নামায সমাপ্ত করেছেন।
(৩) ইবাদিইয়া/ ইবাদি, এদের সম্পর্কে বর্ণিত রয়েছে যে,তাদের সম্পর্ক খাওয়ারিজদের সাথে রয়েছে। এরা আহলে সুন্নতদের মধ্য থেকে নয়।
(৪) জ্বী, একদিকে সালাম ফিরানো হোক বা দুই দিকে। নামায হবে কি না? সেটা নির্ভর করবে তাদের আকিদা বিশ্বাসের উপর।তাদের সম্পর্কে আল্লাহই ভালো জানেন।
বিঃদ্রঃ
আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, চার মাযহাবের যেকোনো একটি মাযহাবকে সর্বক্ষেত্রে ফলো করা।