আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in সালাত(Prayer) by (7 points)
আসসালামু আলাইকুম।

১। আমার জানার ইচ্ছা ছিল ,মালিকী মাযহাব যারা আছে তারা হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করেন, এইটা কেন?

২। নামাজ শেষ করে একটা সালাম (তাসলিম) দিয়ে তাও ডানদিকে এইটা কেন? এর জন্য কি সাহীহ হাদিস আছে?

৩। ওমানের মুসলিম, আমি যতদূর জানি তারা ইবাদিইয়া/ ইবাদি, তাদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাহ কি বলে? যতদূর জানি তাদের সাথে নাকি খাওয়ারিজদের সম্পর্ক রয়েছে, তাহলে কি তাদের পিছে নামাজ হবে?
৪। যদি নামাজ যদি হয়ে থাকে তাহলে তাদেরও নামাজ শেষ করে একটা সালাম দিয়ে কিন্তু মালিকীদের মতো একদিকে না ফিরিয়ে দুইদিকে মাথা ফিরায়(ঘুরায়), এইটা কি ঠিক?

1 Answer

0 votes
ago by (705,360 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মালিকী মাযহাবে হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করা সুন্নত না হাত বেধে নামায পড়া সুন্নত। তা নিয়ে মতপার্থক্য রয়েছে। ইমাম মালিক রাহ থেকে দু রকমের বর্ণনা পাওয়া যায়। মালিকি মাযহাবের অধিকাংশ উলামার মতে হাত বেধে নামায পড়া সুন্নত।হ্যা, ইমাম মালিক রাহ থেকে এক বর্ণনায় পাওয়া যায় যে, হাত ছেড়ে দিয়ে নামায পড়া সুন্নত। ইবনে যুবাই রাযি থেকে উনি বর্ণনা পেশ করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিয়ে নামায পড়তেন।(আত-তামহিদ ইবনে আব্দুল বার)

(২) মালিকি মাযহাবে এক সালাম ওয়াজিব। দ্বিতীয় সালাম গোপনে মুস্তাহাব। তাদের দলিল তিরমিযি শরীফে বর্ণিত হযরত আয়েশা থেকে বিবরণ যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালামে নামায সমাপ্ত করেছেন। 

(৩)  ইবাদিইয়া/ ইবাদি, এদের সম্পর্কে বর্ণিত রয়েছে যে,তাদের সম্পর্ক খাওয়ারিজদের সাথে রয়েছে। এরা আহলে সুন্নতদের মধ্য থেকে নয়। 

(৪) জ্বী, একদিকে সালাম ফিরানো হোক বা দুই দিকে। নামায হবে কি না? সেটা নির্ভর করবে তাদের আকিদা বিশ্বাসের উপর।তাদের সম্পর্কে আল্লাহই ভালো জানেন।


বিঃদ্রঃ
আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, চার মাযহাবের যেকোনো একটি মাযহাবকে সর্বক্ষেত্রে ফলো করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...