আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
Assalamualaikum Warahmatullah.Ami amdr nobiji (peach be upon him) k amr jibone tinbar dekhsi.tar real face dekhini kintu tini amr shopne nobiji hishebei silen.

No 01:onk chotobelay jkhn Ami shudhu hijab pora suru Kori tkhn Ami Dekhi j Ami r amr Dadi Hajj e jassi hete.sekhane jaye Dekhi Nobiji (peach be upon him) tini mara giyesen.take dekhte jaye Ami akjn kalo manusher face dekhi.shei jayga ta silo amdr dinning room.

No 02: Kyekbochor age hbe thik mne nai kbe.ami dekhsi j Ami akjn chele ,chul choto ,face changed.ami nijeke akjn sahabi hishebe dekhsi.r amra Hadith shongghoro krsi gachpala thke.

No 03:Ami amdr akta bazare nobiji (peach be upon him) r Ibrahim (Alayhissalam) k dekhesi.ami tader pichone daraye nobijir(peach be upon him)dike cheye asi.kintu tini samner dike mukh kore silen ,chehara dekhini .r Ibrahim Alayhissalam amr dike  mukh kore silen.Nobiji ( peach be upon him)oju krsilen.ami tar dike cheye thakay Ibrahim Alayhissalam nobiji k(peach be upon him) amr dike ishara krlen.kintu tini bujte pereo amr dike takalen na.

Question: asober bekkha ki? Nobiji(peach be upon him)ki amr upor rege asen?

1 Answer

0 votes
by (705,360 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7331

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নযোগে দেখা কল্যাণ ও বরকতের আলামত। স্বপ্নে যদি কারো ইয়াকিন এবং বিশ্বাস হয়, যে যাকে স্বপ্নে দেখা হচ্ছে, তিনিই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি বাস্তবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাদীসে বর্ণিত অবয়বে দেখা বারাকাহ এর আলামত। তবে নারাজ বা অসন্তুষ্ট অবস্থায় দেখলে তখন বিষয়টা ব্যখ্যাসাপেক্ষ্য। তখন যিনি স্বপ্ন দেখেছেন, উনার উচিত নিজ আমলকে আরোও উন্নত করা। সুতরাং আপনি ফরয ইবাদতের পাশাপাশি বেশী নফল ইবাদত করবেন এবং বেশী বেশী দুরুদ শরীফ পড়বেন।

আপনার উচিত বেশী বেশী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ পাঠ করা এবং নফল ও ফরয আমল বেশী বেশী করে আদায় করা। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
Kintu first sopne j Ami akjn kalo manush ar chehara dekhsilm.r nijke sahabi hishebe dekhar karon  ki?aita jdi aktu blten

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...