আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
17 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (9 points)
আসসালামু আলাইকুম। আমার স্বামী ২০ বছর আগে আমার চাচা শ্বশুরের কাছ থেকে ৩ ভরি সোনা ধার নিয়ে সেগুলো বিক্রি করে ৩৬০০০ টাকা এবং সেই টাকা দিয়ে আমার স্বামী বিদেশ যায়। আমার চাচা শ্বশুর তখন বলছিল উনি সোনা দিছে সোনা নিবে টাকা নিবে না। উল্লেখ্য আমার চাচা শ্বশুরের সোনাগুলো উনার স্ত্রীর ব্যবহৃত স্বর্ণ ছিল।
এদিকে আমার শ্বশুর  ২৫ বছর আগে আমার চাচা শ্বশুরকে ১৬০০০ টাকা ধার দেয়
আমার চাচা শ্বশুর ৩ ভরি নতুন সোনা চাইতেছে, ৩ ভরি না দিলে উনি দাবি ছাড়বে না বলতেছে।
অন্যদিকে আমার শ্বশুর বলতেছে তোর ৩৬০০০ টাকার স্বর্ণ বর্তমান বাজারে ৫ লক্ষ টাকা হলে আমার ১৬০০০ টাকার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ টাকা।

১/ এখন প্রশ্ন হলো আমার চাচা শ্বশুরের পুরো ৩ ভরি নতুন সোনা চাওয়া কি সঠিক
২/আমার   শ্বশুর ১৬০০০ এর স্থলে ২ লক্ষ টাকা দাবি করা কি জায়েজ
দুজন কেউ কাউকে ছাড়বে না,, বিষয়টা কিভাবে বিচার করলে শরীয়ত অনুযায়ী সঠিকভাবে সমাধান হবে।এক্ষেত্রে শরীয়ত কি বলে?

1 Answer

0 votes
by (705,360 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
টাইম ভ্যালু অব মানি সম্পর্কে উলামাদের মতবিরোধ পরিলক্ষিত হয়।
(এক)
ইমাম আবু হানিফা রাহ এর মতে টাইম ভ্যালু অব মানি গ্রহণযোগ্য নয়। বরং যার কাছে যত টাকা পাওনা ছিলো, যেভাবেই পাওনা থাকুক না কেন? যতদিন পরই পরিশোধ করা হোক না কেন? পরিশোধের সময় ঠিক তত টাকাই পরিশোধ করা হবে, অতিরিক্ত কিছুই পরিশোধ করা হবে না। এটা শাফেয়ী, হাম্বলী এবং মালিক মাযহাবের একাংশ উলামাদের সিদ্ধান্ত।
الدر المختار: (868/3، ط: سعید)
الدیون تُقضی بأمثالہا۔

بحوث فی قضایا معاصرۃ: (ص: 174، ط: مکتبة دار العلوم کراتشی)
والذي یتحقق في النظر في دلائل القرآن والسنۃ ومشاہدۃ معاملات الناس أن المثلیۃ المطلوبۃ في القرض ہي المثلیۃ في المقدار والکمیۃ، دون المثلیۃ في القیمۃ والمالیۃ۔
(দুই)
মালিকি মাযহাবের বিশিষ্ট আলেম আল্লামা রাহুতি রাহ এর মতে টাকা বাজার মূল্যে বেশী পরিবর্তন আসলে, কেবল তখনই বর্তমান বাজার মূল্য গ্রহণযোগ্য হবে নতুবা গ্রহণযোগ্য হবে না।

(তিন)
ইমাম আবু ইউসুফ রাহ এর মতে বর্তমান সময়ের বাজার মূল্য হিসেবে ঋণ বা পাওনা পরিশোধ করা হবে চায় বাজার মূল্যে পরিবর্তন বেশী হোক বা কম হোক।এটাই গ্রহণযোগ্য মতামত।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7485

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
২০/২৫ বছরের আগের তুলনায় বর্তমানে জিনিসপত্রের দাম বেড়েছে এবং টাকার মান কমেছে। সুতরাং উভয়ের দাবী যুক্তিযুক্ত। তাই দুইজন ন্যায় পরায়ন ব্যক্তিকে সামনে রেখে আপসে বিষয়টির নিষ্পত্তি করে নেওয়াই উচিত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...