১।আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।মনে প্রাণে ইসলাম মানে সবকিছু করে।আল্লাহকেও ভয় করে।রোজা আসলে খুশিও ।ঈমান চলে যেতে পারে সেটা না জেনে কেউ রোজা রাখলেও মাঝে মাঝে এমন কু চিন্তা হয়ত শয়তান থেকে এসে থাকবে হয়ত 'থাক আজকে রাখতে হবে না,ওরাও রাখতেছে না,ওরাও রাখতেছে না, না রাখার লিস্টে কয়টা উঠবে যতটা উঠবে ভাল হবে' এমন চিন্তার আসার কারনে কেউ রোজা না রাখলে কি ঈমান চলে যায়?এমন অনেকবার হলে বিস্তারিত না জেনে বুঝে। পরে রেখে দিবে এমন কিছু চিন্তা থাকলে।রোজা পছন্দ করে না বা অস্বীকার করে এমন না হলে কি কোন সমস্যা হবে?রোজা আসলে খুশিও হয় হয়ত তবু এমন হলে কি কোন সমস্যা হবে ঈমানে?
২।মাজহাব মানা ওয়াজিব এবং একাধিক মানলে নফসের অনুসরণ হয়।হুরমতে মুসাহারাত নিয়ে বিভিন্ন লেকচার দেখার ফলে তবুও মাজহাব নিয়ে মাঝে মাঝে ওয়াসওয়াসা আসলে,সন্দেহ আসলে কি কোন সমস্যা হবে? সন্দেহ আসার পর ও ওসব আবার সার্চ দিয়ে দেখলে?
৩।মাঝে মাঝে আল্লাহকে বললো আল্লাহ সঠিক পথ দেখাও ও রাখ মাজহাব নিয়ে বিভিন্ন চিন্তা আসলে গুগল বা ইউটিউবে ফতোয়া সার্চ করার ফলে এমন চিন্তা আসলে কোন সমস্যা হবে?