আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ধরেন কোন মানুষ যখন হুরমতে মুসাহারাত নিয়ে জানত না তখন তার মনে জীবনেও এমন চিন্তা আসে নি।কিন্তু জানার পর যদি বার বার এমন কু চিন্তা আসে বারে বারে।আর বাবা, শশুরের কোন কাজ যেমন পা টিপে দেওয়া মাথা টিপে দেওয়ার সময় ও এমন চিন্তা আসলে আর বার বার ইসতেগফার পরার পর ও যদি কলব উত্তেজিত হয় তাহলে কি হুরমত হয়?(এটা আমার জন্য না)
১।যদি এমন হয় এটা কি ভয়ের কারনে হবে নাকি কামভাবের কারণে হবে কারণ যখন জানত না তখন এমন চিন্তা কোন দিন না আসলে?
২।এখানে আরকটা প্রশ্ন দেখেছি অনিচ্ছাকৃত ও যদি হয় আর হুরমতের শর্ত পাওয়া যায় তাহলে হবে।আবার কিছু প্রশ্নে দেখেছি সহবাসের নিয়ত না থাকলে হবে না।অনিচ্ছায় কি সহবাসের নিয়ত হয়?
৩।আবার কিছু প্রশ্নে দেখেছি গুগলে সহবাসের চিন্তা আসতে হবে না টাচ করার কারণে শরীরে কামভাব আসলে হবে।
৪।আগে এমন চিন্তা না আসার কারনে বাবার সাথে কোথাও গেলেও ভয় লাগত না।এখন বাবার সাথে ৩-৪ ঘন্টার রাস্তা বাসে ইসতেগফার পড়ে পড়ে গেলে এমন চিন্তা আসার কারণে কলব উত্তেজিত হলেও কি কোন সমস্যা হবে স্পর্শের দ্বারা বা পাশে বসার দ্বারা??আসলে বাস্তবে বাবাকে নিয়ে এমন না হয়ে শুধু অতিরিক্ত চিন্তা আর শয়তানের ওয়াসওয়াসা কারণে এমন উত্তেজিত হলে?আর বাসে পাশের সিটে বসার কারনে টাচ হয় তাই জিজ্ঞেসা।
৫।যাদের স্বামীর সহবাসের সময় ও উত্তেজনা আসে না বা আসলেও বুঝে না।মাঝে মাঝে বুঝে কিন্তু বেশির ভাগ সময় বুঝে না, তারা কীভাবে বুঝবে কলব উত্তেজিত হয়েছে কিনা হলেও ভয়ে নাকি উত্তেজনায়??
৬।কারো কলব উত্তেজিত না হলেও মাসআলা জানার জন্য প্রশ্নে উত্তেজিত হয়েছে লিখলে কি কোন সমস্যা হবে?
আসলে প্রশ্ন করার কারণ হচ্ছে কিভাবে বুঝা যাবে ওয়াসওয়াসা কিনা, অনিচ্ছায় ও যদি হুরমত হয় তাহলে? আর না জানার আগে এমন চিন্তা কখনো না আসলে জানার পর কারো বারবার এমন চিন্তা আসার কারণে না চাওয়া সত্বেও আর কলব কেপে উঠলে টাচ করার দ্বারা বা পাশে বসার দ্বারা ৩_৪ ঘন্টা কি হুরমত হবে?
একটু জানাবেন।