আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্, এক বোন সপ্তাহে ৬ দিন মাদ্রাসায় যায়।
সেখানে ছোট ছোট বাচ্চারা আছে, ওদের ওয়াশরুম আলাদা,ওরা ওয়াশরুম থেকে আসলে ঠিকমত পা ধুয়ে আসে কি না জানিনা।
নিশ্চিতভাবে কোন জায়গা নাপাক বলা যাচ্ছেনা,এক্ষেত্রে যদি বড় কেউ ওযু করে খালি পায়ে শুকনো ফ্লোরে পা রেখে হেঁটে হেঁটে জায়নামাজে যেয়ে নামাজ পড়ে, নামাজ হবে?
নাকি বাচ্চারা হাঁটাহাঁটি করার কারণে ফ্লোর নাপাক ধরে নিতে হবে?
মাদ্রাসায় নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, বাসায় ফিরতে দেরি হয়,প্রায় দুপুর ২টা বেজে যায়, তখন বাসায় অনেক কাজ থাকে টায়ার্ড লাগে, অলসতার তাড়াহুড়ো করে নামাজ পড়া হয়। অপরদিকে মাদ্রাসায় একটু শান্তিমত পড়া যায়,
তাই অনেক সময় নামাজ পড়ে আসা হয়।
কোনটা করা উচিত একটু জানাবেন প্লিজ।