আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
বিষয়টা একটু অন্যরকম তাও আমার মনে জেগেছে তাই ক্লিয়ার হতে চাচ্ছি
আমার আম্মুর বড় ভাইয়ের শাশুড়ি মারা গেছেন,ঢাকায়।আমরা ঢাকার বাইরে থাকি। এখন খবর টা শোনার পর আমাদের এখান থেকে আম্মু আর আম্মুর আরেক ভাই-মামি, উনারা ৩ জন গাড়ি ভাড়া করে যাবেন। আমাদের টাকা নিয়ে একটু প্রবলেম হচ্ছে এই মাস, তো প্রায় ৮/৯ হাজার যেতে আসতে খরচ হবে। যে মামার শাশুড়ি মারা গেছেন, মামা না করেছে কাউকে যেতে। আমাদের এখানে আরো আত্মীয় আছে,উনারা কেউ যাবেন না শুধু আমার মা আর মামা-মামি (৩ জন)।আম্মু বারবার বলছে না গেলে কি ভাব্বে, না গেলে কি ভাব্বে।

১)উনাদের জন্য ঢাকা যাওয়া আসলেই দরকার? মৃত কাউকে দেখতে যাওয়া সাধারণ কারো জন্য কত টা জরুরি?

২)যেহেতু এই মাসে টাকার সমস্যা আছে, তাও টাকা খরচ যাওয়া টাই বা কতটা যুক্তিসংগত?

আমার একটু বিরক্ত লাগছে, তবে যদি আমার ভাবনা ভুল হয় আমি সংশোধন করে নিবো নিজেকে

জানাটা একটু জরুরি আসলে..

1 Answer

0 votes
by (703,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আত্মীয় বা পরিচিতদের মধ্যে কারো ইন্তেকাল হলে, তার জানাযায় শরীক হওয়া অত্যান্ত ফযিলতের কাজ। তবে জেহেতু মহিলাদের জন্য জনাযায় শরীক হওয়ার কোনো নিয়ম নাই, তাই মহিলা মৃত ব্যক্তির বাড়ীর উদ্দেশ্যে সফর করা থেকে বিরত থাকবে। তাছাড়া সামর্থ্যের বাহিরে হলে নারী পুরুষ কারো জন্য জানাযায় শরীক হওয়ার জন্য সফর করা উচিত হবে না। হ্যা, আত্মীয়তা রক্ষার্থে পরিবার থেকে এক দুইজন উপস্থিত হলেই চলবে।

لما فى عمدۃ القاری :
"من أحسن محامل هَذَا الحَدِيث أَن المُرَاد مِنْهُ حكم الْمَسَاجِد فَقَط وَأَنه لَا يشد الرحل إِلَى مَسْجِد من الْمَسَاجِد غير هَذِه الثَّلَاثَة فَأَما قصد غير الْمَسَاجِد من الرحلة فِي طلب الْعلم وَفِي التِّجَارَة والتنزه وزيارة الصَّالِحين والمشاهد وزيارة الإخوان وَنَحْو ذَلِك فَلَيْسَ دَاخِلا فِي النَّهْي۔"(«عمدة القاري شرح صحيح البخاري» ,(كتاب التَّطَوُّعِ),بَاب فضل الصَّلَاة فِي مَسْجِد مَكَّة وَالْمَدينَة, (7/254),الناشر: دار إحياء التراث العربي - بيروت)


وفى مشكوة المصابیح:
"وَعَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّهُ مَاتَ لَهُ ابْنٌ بِقُدَيْدٍ أَوْ بِعُسْفَانَ فَقَالَ: يَا كُرَيْبُ انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ؟ قَالَ: فَخَرَجْتُ فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَهُ، فَأَخْبَرْتُهُ فَقَالَ: تَقُولُ: هُمْ أَرْبَعُونَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: أَخْرِجُوهُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا لَايُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلَّا شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ»".( مشكاة المصابيح، ۱/۵۲۳،كتاب الْجَنَائِز،بَاب غسل الْمَيِّت وتكفينه، الْفَصْل الأول،  المكتب الإسلامي)


وفى سنن أبي داؤد:
"عن أبي هريرة، يرويه، قال: «من تبع جنازةً فصلّى عليها، فله قيراط، ومن تبعها حتى يفرغ منها فله قيراطان، أصغرهما مثل أحد -أو أحدهما مثل أحد-»".(سنن أبي داود ، ۳/۲۰۲،كتاب الجنائز،بَابُ فَضْلِ الصَّلَاةِ عَلَى الْجَنَائِزِ وَتَشْيِيعِهَا، المكتبة العصرية)

وفى صحيح مسلم
"قال رسول الله صلى الله عليه وسلم: «من شهد الجنازة حتى يصلى عليها فله قيراط، ومن شهدها حتى تدفن فله قيراطان»، قيل: وما القيراطان؟ قال: «مثل الجبلين العظيمين»".(صحيح مسلم،كتاب الجنائز،باب فضل الصلاة على الجنازة واتباعها، ۲/۶۵۲، دار إحياء التراث العربي)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...