আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (5 points)
১.রাসূলগণ কবরে জীবিত, কিন্তু বিভিন্ন স্থানে গমন করতে পারেন না।তাহলে মিরাজের রাতে নবিজী(স.) মূসা(আ.) কে একবার জমিনে নামাজরত,এরপর আকাশে আবার সাক্ষাৎ করলেন।এই বিষয়টা যদি পরিষ্কার করে বলতেন।

নবিগণ কি তাহলে কবরে জীবিত আছেন নাকি আকাশে জীবিত আছেন?তারা কি কবর থেকে আকাশে যাতায়াত করতে পারেন?

২.নবীজি(স.) কি শুধু আমাদের সালাম শুনতে পান নাকি তাঁর রওজার কাছে গিয়ে বলা সব কথা শুনতে পান?

৩.কাউকে বলা হল,এটা তাকদিরে ছিল তাই হয়েছে। কিন্তু সে যদি বলে,এটা তাকদির না। কারণ আমি এখানে থাকলে এটা অন্যরকম হতো।তার হুকুম কি?

৪.এক ইসলামিক বইয়ে পড়েছিলাম,এক খ্রিস্টান মেয়ে,আলি(রা.) কে স্বপ্নে দেখেছে। আবার এক বয়ানে শুনেছি,কোন এক ওলি এক মেয়েকে জাহান্নামে দেখেছে আবার পরে জান্নাতে দেখেছে। এগুলো আকিদাগত ভাবে বিশ্বাস করা উচিত কিনা??

1 Answer

0 votes
by (705,480 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবীগণ কবরে জীবিত। মে'রাজের রাত্রে আল্লাহর হুকুমে তাদেরকে রূহকে দেহ আকৃতি দিয়ে বায়তুল মুকাদ্দাসে এবং আসমানে নিয়ে আসা হয়েছিলো। আল্লাহর হুকুমে নবীগণ কবরে জীবিত থাকা সত্বেও আসমানে যেতে পেরেছিলেন। 

لما فى فتح الباري:
"وإذاثبت أنّھم أحیاء من حیث النقل، فإنّه یقوّیه من حیث النظر کون الشھداء بنصّ القرآن، والأنبیاء أفضل من الشھداء". (فتح الباري للحافظ ابن حجر العسقلاني، کتاب الأنبیاء،باب قول اﷲ تعالیٰ: { وَاذْکُرْ فِی الْکِتٰبِ مَرْیَمَ…}(6/488)ط:رئاسة إدارات البحوث العلمیة…بالسعودیة)

وفى شفاء السقام :
"الأنبیاء أحیاء في قبورهم یصلّون".  (شفاء السقام في زیارۃ خیرالأنام للسبکي، الباب التاسع في حیاۃ الأنبیاء علیہم الصلاۃ والسلام ،الفصل الثالث في سائرالموتٰی…، (ص:۱۸۰) ط:مطبعة مجلس دائرۃ المعارف العثمانیة حیدرآباد دکن)

(وکذا فی فتح الباري لابن حجرالعسقلاني، کتاب أحادیث الأنبیاء، باب قول ﷲ تعالی: { وَاذْکُرْفِی الْکِتٰبِ مَرْیَمَ…}(6/487) ط: رئاسة إداراة البحوث العلمیة والإفتاء … بالسعودیة)

(وکذا فتح الملھم للشیخ العثماني، کتاب الإیمان، باب الإسراء برسول اﷲ، وفرض الصلاۃ…، (۱/۳۲۹) ط:مدینة پریس بجنور)

وفى مجمع الزوائد:
"رجاله الثقات." (ص: ۱۸۸، ج: ۸)

وفى المرقاة:
  "وصحّ خبر الأنبیاء أحیاء في قبورهم". (مرقاۃ، ص: ۲۱۲، ج: ۲)

وفى فیض القدیر:
"و هذاحدیث صحیح."  (ص: ۱۸۴، ج: ۳)

وفى مدارج ا لنبوۃ:
"ورجال حدیث أنس في مسند أبي یعلٰی ثقاتٌ". (ص: ۴۴۷، ج: ۲)

وقال العلامة الشوكاني:
"وقد ثبت في الحدیث: أنّ الأنبیاء أحیاء في قبورھم. رواہ المنذري وصَحَّحَه البیهقي". (ص: ۲۱۴، ج: ۳)

وفى سنن ابى داؤد:
"قاَلَ عَلَیْه الصلاۃُ وَالسَّلَامُ: مَامِنْ أَحَدٍ یُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اﷲُ عَلَيَّ رُوْحِيْ حَتّٰی أَرُدَّ عَلَیْه السَّلَامَ". ( سنن أبي داوٗد، کتاب المناسک ،باب زیارۃ القبور،(۱/۲۷۹) ط:میر محمد کتب خانہ کراچی)

(المسند للإمام أحمدبن حنبل،مسند أبي ھریرۃ رضي اﷲ عنہ،[رقم الحدیث:۱۰۷۵۹]  (۹/۵۷۵) ط:دارالحدیث القاھرۃ، ۱۴۱۶ھ-۱۹۹۵م)

(২) নবীজি(স.) এর নিকট আমাদের সালামকে পৌছিয়ে দেয়া হয়। বাদবাকী অন্যান্য কথা কি পৌছিয়ে দেয়া হয়, এ সম্পর্কে কোনো হাদীসে স্পষ্ট করে কিছু আসেনি। 

(৩) তাকদীরকে অবিশ্বাস করা কুফরি। সে যদি তাকদীরকে অস্বীকার মূলক এমন কথা বলে, তাহলে তার ঈমান থাকবে না। 

(৪) স্বপ্ন দ্বারা আকিদা প্রমাণিত হয় না। সুতরাং স্বপ্নের কোনো কথা বিশ্বাস করাকে আকিদা হিসেবে গ্রহণ করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...