ঘটনা ১:
বাসা থেকে মসজিদ দূরত্ব ৫ মিনিট, & মসজিদ যাওয়ার পথে একটা ছোট বাজার আছে।। আবার আমার কিছু বন্ধুর বাসাও আছে।
প্রশ্ন হলো-- মাঝে মাঝে নামায পরতে যেতে ইচ্ছা করে না, তবে ঐ সময় যদি আমার বাজারে বা বন্ধুর বাসায় যাওয়ার প্রয়োজন হয় তখন আবার ঠিকই বাইরে যাই এবং এর পাশাপাশি নামায ও পরে আসি৷। এখন এটা কি ঠিক হলো। মানে যেহেতু বাজারে যাচ্ছি তো নামায ও পরে আসি, এই মনোভাব থাকে আমার। যেখানে আমার নামাযকে মেইন প্রায়োরিটি দেওয়া উচিত। এই সমস্যার সমাধান কি?
২য় ঘটনা :যখন আমি কোনো ভালো কিছু শুরু করবো, তখন পাপের ব্যাপারে সিরিয়াস হয়ে যাই,পাপ থেকে দূরে থাকার চেসটা করি। যেমন, সামনে পরীক্ষা থাকলে পাপ করার সময় মনে হয়, এই পাপের কারনে পরীক্ষায় খারাপ করতে পারি।তাই পাপ করা যাবে না।। আবার ব্যবসা করার সময় ভাবি এখন নজর,পাপ থেকে বাচলে রিযিকে বরকত হবে।তাই পাপ করি না, ইবাদত বাড়াই । আবার এগুলা থেকে দূরে থাকলে পাপ হয়ে যায়,আল্লাহ মাফ করুক।
এখন এরকম ভাবা ইসলামের দৃষ্টিতে কেমন? এই সমস্যা গুলো থেকে বের হবো কিভাবে?