আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
edited by
কোনো মেয়ের যদি সামি দূরে থাকে, এবং সে সেই অবস্থায় অন্য কোনো পুরুষের সাথে ম্যাসেঞ্জারে খারাপ খারাপ কথা বলে দেহ নিয়ে, প্রেম করে,ভালোবাসি বলে, কিন্তু সামনাসামনি কিছু না করে,দেখা না করে (যেমন: মিলন,শারীরিক সম্পর্ক)।
মেয়েটি সেই ছেলেকে ভালোবেসেছে তার দিনদারিতা দেখে যদিও তার সামি ও দিনদার। সে হিসেবে নিচের প্রশ্ন গুলোর উত্তর চাচ্ছি।

ক) আজ শরিয়া প্রতিষ্ঠিত থাকলে সেই মেয়েকে কি রজমের শাস্তি দেওয়া হতো? নাকি বেত্রাঘাত, আর বেত্রাঘাত হলে সেই বেত্রাঘাতের পরিমাণ কত?

খ) মেয়েটি ফিরে আসতে চাচ্ছে, কীভাবে কী করলে সে আল্লাহর কাছে পরিপূর্ণ মাফ পাবে? কীভাবে ক্ষমা চাবে? কীভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাকে তার এই গুনাহ দুনিয়া ও আখিরাতে গোপন রাখবেন এবং ভালোবাসবেন।

গ) তওবা করে ফিরে আসার পর তাকে তো আল্লাহ মাফ করে দেবেন কিন্তু সেই মেয়ের সামীর হক নষ্ট হলো, এখন সে কীভাবে ক্ষমা পাবে এর জন্য? সামীর কাছে এসব বিষয় জানালে সেই মেয়েকে তার সামি তালাক দিয়ে দেবে।

1 Answer

0 votes
by (705,360 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাওবাহর দ্বারা আল্লাহ পাক সকল প্রকার গোনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ তা'আলা বলেন,
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা যুমার-৫৩)

তাওবাহ করলে আল্লাহ সকল প্রকার গোনাহকেও ক্ষমা করে দেন। তাওবাহ করার পর নেক কাজ করলে, আল্লাহ তা'আলা পূর্বে গোনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন।
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَـٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা ফুরকান-৬৯) এ সম্পর্কে আরো জানুন- https://www.ifatwa.info/1012


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(ক) শারিরীক মিলন করলেই কেবল যিনার ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হবে। সুতরাং প্রশ্নের বিবরণমতে অশ্লীল কথাবার্তার দরুণ রজম ইত্যাদি বাস্তবায়িত হবে না। হ্যা, তকে তাওবাহ করতে হবে 
(খ) তাওবাহ করলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন।
(গ) কাউকে জানানোর প্রয়োজন নাই বরং খালিছ নিয়তে তাওবাহ করে নিলেই হবে । 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...