কোনো মেয়ের যদি সামি দূরে থাকে, এবং সে সেই অবস্থায় অন্য কোনো পুরুষের সাথে ম্যাসেঞ্জারে খারাপ খারাপ কথা বলে দেহ নিয়ে, প্রেম করে,ভালোবাসি বলে, কিন্তু সামনাসামনি কিছু না করে,দেখা না করে (যেমন: মিলন,শারীরিক সম্পর্ক)।
মেয়েটি সেই ছেলেকে ভালোবেসেছে তার দিনদারিতা দেখে যদিও তার সামি ও দিনদার। সে হিসেবে নিচের প্রশ্ন গুলোর উত্তর চাচ্ছি।
ক) আজ শরিয়া প্রতিষ্ঠিত থাকলে সেই মেয়েকে কি রজমের শাস্তি দেওয়া হতো? নাকি বেত্রাঘাত, আর বেত্রাঘাত হলে সেই বেত্রাঘাতের পরিমাণ কত?
খ) মেয়েটি ফিরে আসতে চাচ্ছে, কীভাবে কী করলে সে আল্লাহর কাছে পরিপূর্ণ মাফ পাবে? কীভাবে ক্ষমা চাবে? কীভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাকে তার এই গুনাহ দুনিয়া ও আখিরাতে গোপন রাখবেন এবং ভালোবাসবেন।
গ) তওবা করে ফিরে আসার পর তাকে তো আল্লাহ মাফ করে দেবেন কিন্তু সেই মেয়ের সামীর হক নষ্ট হলো, এখন সে কীভাবে ক্ষমা পাবে এর জন্য? সামীর কাছে এসব বিষয় জানালে সেই মেয়েকে তার সামি তালাক দিয়ে দেবে।