আসসালামু আলাইকুম,
আমার স্বর্ণ প্রায় ৫ ভড়ি, ক্যাশ টাকা প্রায় ১০ হাজার টাকা আছে যা প্রয়োজন অতিরিক্ত,
আমার নামে একটা গরু(বাছুর) কিনে একজন কে দিয়েছে সে লালল পালন করে।
১/এমন অবস্থায় কি আমার যাকাত,কোরবানি ফরজ হয়?
২/টাকা+গহনার বিক্রয়মূল্য  থেকে ৪০ ভাগের এক ভাগ যাকাত হবে।কিন্তু অই গরুর হিসাব কিভাবে হবে?