আসসালামু আলাইকুম শায়খ।
সমস্যা ১.
আমি কিছুদিন আগে আমার সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিই। এরপর আমার জমানো Provident fund এর টাকা কালেক্ট করি। সাধারণত প্রতি মাসে যে টাকা জমে, তার সাথে ব্যাংক সুদও যোগ করে। আমি সুদ সহ পুরো টাকাটা তুলে আনার পর নিজের টাকাটুকু নিজের কাজে লাগিয়েছি। আর সুদটুকুর একটা অংশ গাজাতে পাঠিয়েছি। কিছু সুদের টাকা বাকি ছিল। তার মধ্যে খবর আসে আমার এক দূরের আত্মীয় হঠাৎ ব্যবসায়িক লোকসানের কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাঁরা ঋণগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন এবং এমনকি এক বেলা খেলে অন্য বেলা খাননা এমন অবস্থা। উনি আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিলেন ছোট মেয়ের ভার্সিটির বেতন দেয়ার জন্য। আমার হাতে টাকা না থাকায় ওই সুদের টাকা থেকেই দিয়েছি। উনি এখনো ফেরত দিতে পারেনি। এখন, আমি কি ওই টাকা ফেরত নিয়ে এর চেয়েও needy কাউকে দেবো নাকি এই ধার মাফ করে দিবো? মাফ করে দিলে এই সুদের টাকা থেকে মুক্তি পেতাম। কিন্তু এতে আবার আমার আত্মীয় উপকৃত হচ্ছে। এ বিষয়ে শারীয়াহর বিধান কি?
সমস্যা ২:
একজন এয়ারফোর্স অফিসারের পক্ষ থেকে: এয়ারফোর্সের মিলিটারি এয়ারক্রাফটে প্রতিদিন ট্রেনিং এবং অপারেশনের পাশাপাশি প্রচুর VVIP, VIP military personnel এবং অন্যান্য military equipment materials transport হয়। এবং এই মুভমেন্ট নিয়ন্ত্রণের জন্য একটা আলাদা অফিসও আছে, নাম: এয়ার মুভমেন্ট। একজন অফিসার এই অফিসের ইন চার্জ থাকে এবং তার আন্ডারে বেশ কিছু নন কমিশনড লোকজন থাকে। ঢাকার দুই এয়ারবেসের এয়ার মুভমেন্ট অফিস রীতিমতো এলাহি কান্ডে ভরপুর, কারণ সবসময় এখান থেকে VVIP, VIP রা যাতায়াত করে। এদের জন্য প্রচুর পরিমানে ড্রাই ফুড আনা হয়। চকলেট, ফক্স ক্যান্ডি, প্রিঙ্গেলস চিপস, ক্যাশোনাট, কফি, অত্যন্ত দামি দামি জিনিস। এবং প্রচুর পরিমাণে খাবার অপচয় হয়। উদাহরণস্বরূপ: হয়তো গেস্টদের পরিবেশনের জন্য অল্প কিছু দেয়া হয়, কিন্তু কেনা হয় পুরো প্যাকেট। অনেক সময় গেস্টরা সেই খাবার খায়ও না, সেক্ষেত্রে সেগুলোও অপচয় হয়। এবং VVIP র খাবার আনা হয় প্রায় দ্বিগুণ৷ তার মধ্যে কিছু থাকে ফুড টেস্টিং এর জন্য। প্রতিবার মুভমেন্টের সময় যে প্যাকেট আনা হয়, পরের বার তা আর ইউজ করে না। রেখে দেয়। এভাবে প্রচুর জমে। বেশিদিন থাকলে নষ্ট হয়ে যায়। মাস শেষে অনেক সময় ওই খাবার থেকে কিছু খাবার এয়ার মুভমেন্টের দায়িত্ব পালনকারী অন্য জুনিয়র অফিসারদের বাসায় পাঠিয়ে দেয়া হয়। এই পাঠানোর কাজটা করে মেইনলি ওখানকার নন কমিশনডরা। তারা নিজেরাও নেয়, কিছু অফিসারদের পাঠায়। প্রশ্ন হল, এই খাবার গ্রহণ করা কি তাদের জন্য হালাল হবে? এগুলো সরকারি টাকায় কেনা। প্রসঙ্গত, এই এয়ার মুভমেন্টের দায়িত্ব পালনকারী লোকেরা সরকার থেকে একটা extra allowance পাওয়ার কথা যেটা কোন কারণে তাদের দেয়া হয়না। আবার কোন একটা ফ্লাইটের সময় নাস্তার একটা আইটেম তাদের ও পাওনা থাকে। সেটা তারা সবসময় খেতে সময়ও পায়না। সেই হিসেব করলে শারিয়াহর আদেশটা কি দাঁড়ায়?