আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
8 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কেউ যদি আখিরাতে ভয়ে কার্টুন দেখার সময় বলে এগুলো হলে ভালো হতো তাদের  মৃত্যু নাই,আখিরাতের ভয় নাই।এসব বললে কি গুণাহ হবে? আসলে আকিদা এমন না এমনিতে আখিরাতে কি হবে এসব নিয়ে চিন্তা আসলে এমন বললে?এভাবে বললে গুণাহ হতে পারে সেটা না বুঝে বা ভেবে বলে ফেললে কোন সমস্যা হবে?

1 Answer

0 votes
ago by (669,240 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

এক বর্ণনায় এসেছেঃ-

قال أبو بكر رضي الله عنه:
ليتني كنتُ شجرةً تُعضَد، وليتني كنتُ عصفوراً، وليتني كنتُ بعرةً في مزبلةٍ.

(ইবনু কাসীর, البداية والنهاية 5/246)

অর্থ: আবু বকর (রাঃ) বলেছেন —
“আহ! আমি যদি একটা গাছ হতাম, যেটাকে কেটে ফেলা হয়! আমি যদি একটা পাখি হতাম! আমি যদি একটা গোবরের টুকরো হতাম ময়লার স্তূপে!”

আরেকটি রেওয়ায়েত:

كان أبو بكر يقول:
يا ليتني كنتُ طائراً في الهواء، ولم أكن بشراً.

অর্থ: তিনি বলতেন —
“আহ! যদি আমি আকাশের একটি পাখি হতাম, আর মানুষ হতাম না!”

এভাবে তাঁর থেকে একাধিক বর্ণনা পাওয়া যায়। কখনো “গাছ”, কখনো “পাখি”, কখনো “পশু” রূপে এসেছে। এর মূল বক্তব্য হলো — আখেরাতের হিসাব-নিকাশের ভয় ও আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তায় তিনি দুনিয়ার জিনিস হতে চাইতেন, যাদের কোনো হিসাব নেই।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত বাক্য বলার দরুন আপনার কোনো সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...