আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে। আমি মেডিকেল স্টুডেন্ট। আমি মেয়েদের মেডিকেল এই পড়াশোনা করি। আমার যখন ১৬,১৭ বছর বয়স ছিল, তখন থেকেই আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমি কারো সাথে রাগ করে, জগড়া করে থাকতে পারি না৷ কেউ আমাকে অপমান করে চলে গেলেও, যদি আমার কোনো দোষ নাও থাকে তাও আমি চুপ করে অপমান শুনি। নিজে গিয়ে মাফ চেয়ে সব ঠিক করে ফেলি। এখন আমার ২৪ বছর বয়স। এই কয়েক বছরে আমি অনেক মানুষ এর সাথে রাগারাগি করে আগে থেকে নিজে নিজে যেয়ে কথা বলে সব ঠিক করেছি। কোনো দিনও মনের মধ্যে এটা ভাবি নি যে, আমার তো দোষ নাই। আমি কেন আগে কথা বলবো। আমি ভাবতাম আল্লাহ বলছেন মানুষ এর সাথে জগড়া করে নাকি ৩ দিনের বেশি থাকতে হয় না। আমি চাইতাম সবার সাথে মিলে মিশে থাকতে। তাই আগে আগে যেয়েই নিজে মাফ চেয়ে সব কিছু ঠিক করে নিতাম।
কিন্তু ইদানিং আমার সাথে অনেক অনেক ঘটনা ঘটেছে। আমি এগুলো নিয়ে ট্রমা তে আছি৷ আমি দোষ না করেও আমার মেয়ে ফ্রেন্ড রা আমার সাথে ইচ্চে মত বাজে ব্যবহার করে। ক্লাসে আমার সাথে ঠিক ভাবে কথা বলে না। আমাকে ইগনোর করে। এগুলোর জন্য কয়েকদিন ধরে আমি শুধু আল্লাহর কাছে কানতেছি আর দোয়া করতেছি আল্লাহ সব যেন ঠিক হয়ে যায়। তারা যেন আমার সাথে নরমাল হয়ে যায়। আমি তো আমার দিক থেকে চেষ্টা করতেছি নিজে ভুল না করেও। তাও তারা ঠিক হচ্ছে না। কথা বলে না।
আমি যখন আল্লাহর কাছে দোয়া করতে যাই, আল্লাহ তুমি তাদের সাথে আমার সব ঠিক করে দাও, যেহেতু এক ক্লাসে পড়ি। সারাদিন থাকতে হয়। তখনই আমার মনের মধ্যে চলে আসে দোয়ার মতন করে যে, তাদের সাথে ঠিক হইলে, সম্পক ভালো হইলে, আমার ফ্যামিলির কারো কিছু হবে ( আল্লাহ না করুক). মানে আল্লাহর কাছে ভালো কিছু চাইতে গেলে আমার একটা খারাপ দোয়া মনে মনে এমন চলে আসে। যেটা আমি করতে চাই না। এই খারাপ দোয়া আসার জন্য আমি আবার মাফ ও চাই আল্লাহর কাছে। আমি তো শুধু চাইতেছিলাম যেন তাদের সাথে আমার সব কিছু ঠিক হয়ে যায়। কোন খারাপ কিছুর বিনিময়ে না সেটা।
হুজুর এখন আমি দুইটা জিনিস নিয়ে খুব খারাপ অবস্থা তে আছি। এক, তারা আমাকে ইগনোর করে। দুই হলো আমি যে আবার যাবো তাদের সাথে মিল দিতে, বা তারাও যদি আসে আমার সাথে নরমাল হইতে তখন যদি আল্লাহ না করুক কারোর খারাপ কিছু হয়? যেহেতু আমার এমন দোয়া চলে আসতেছে। এটা ভেবে আমার কিছুই ঠিক করতে ইচ্ছা করে না। ঠিক না করেও আমি শান্তি পাইতেছি না। খাওয়া ঘুম পড়াশোনা সব অবস্থা খারাপ। এখন আমি কি করবো হুজুর? আমি তাদের সাথে নরমাল হয়ে যাইতে চাই, মিল রাখতে চাই কিন্তু মনের মধ্যে আবার খারাপ কিছু ঘটার ভয়।( আল্লাহ না করুক)
প্রশ্ন :::: এখন খারাপ কিছুর ভয় পেয়ে কি আমি তাদের সাথে নরমাল হওয়ার চেষ্টা করবো না? নাকি এভাবেই জগড়া রেখে দিব? মনের সেই খারাপ দোয়া কি আল্লাহ শুনবেন? সেটা তো আমি ইচ্ছা করে করতেছি না।
আমি চাই শান্তি। সবার সাথে মিলে মিশে থাকতে। আমার জন্য দোয়া করবেন হুজুর যাতে তারা মিল দিলেও, নরমাল হয়ে গেলেও আমার সাথে, আমার পরিবারের সাথে খারাপ কিছু না হয়। সাহায্য করুন হুজুর।