আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। হজরত আমার ছেলের নাম রেখেছি হুসাইন আহমাদ আবরার। আমার জানার বিষয় হলো ডাকার সময় উচ্চারণ সঠিক কোনটা আহমদ নাকি আহমাদ? আর লিখার সময় কোনটা সঠিক? একজন হুজুর বলেছিলেন আহমেদ ভুল উচ্চারণ। আহমাদ সঠিক। কিন্তু অনেকেই বলে আহমদ , আবার আমাদের সম্মানিত ওস্তাদ জুবায়ের হাফি: উনার বইতেও আহমদ লিখা।