হুজুর আমার দাঁড়িকে আম্মু বলছে যে সাইজ করতে এখানে আমি হুজুর জানতে চাই যে দাড়ি আমার চোয়ালের আশেপাশ দিয়ে একটু অগোছালো হয়েছে আর এক মুষ্টি এখনো হয় নাই তাই আমি কি এখন দাড়ি সাইজ করতে পারবো এক মুষ্টি হওয়ার আগে?(এটা কি গুনাহ হবে সাইজ করলে)
হুজুর মানে চোয়ালের আশে পাশ দিয়ে দাড়ি সাইজ করতে পারবো কিনা এক মুষ্ঠি হওয়ার আগে থুতনির নিচে এখনো এক মুষ্টি হয়নি?