আসসালামু আলাইকুম।
আমার স্বামী খুব ছোট খাট বিষয়ে রাগ করে বসে থাকে কথাই বলে না।কথা বলার চেষ্টা করলেও কোনো ফায়দা হয়না উনি উনার রাগ নিয়ে বসে থাকে।
ওস্তাদ এমন কোনো আমল আছে যার ফলে আমদের মধ্যে এসব ছোট বিষয়ে মান অভিমান হবে না?
আবার কেউ যদি বলে ও তো ওর স্বামীর সাথে কথা বলে এই সামান্য কথা যদি কেউ বলে সেদিন আমার স্বামী আর আমার সাথে কথা বলে না কোন না কোন বিষয় নিয়ে ঝগড়া হয়।
এখন নজর লাগা দূর করার জন্য আমি কি করতে পারি?