আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
১.একজন আলেম ও হাফেজ আছেন যিনি জীনের মাধ্যমে দেখেন যে কাউকে কুফুরী বা অন্য কিছু করা হয়েছে কি না।তার কাছ থেকে এসব কি জানা যাবে?
২. তিনি আবার পানি পড়া আর তাবিজ দেন, কোরআনের আয়াত দিয়ে।এসব কি জায়েজ?
৩.জীনের সমস্যার ক্ষেত্রে তিনি টাকা নিয়ে চালান না ছাগল দেন।এসব কি জায়েজ? ইসলামে কি বলে?
(ওনার এই সব কিছুই আবার কাজে আসে মানে সমস্যা চলে যায়)
৪.কিছু দিন আগে একজন আন্টি(মেয়েদের তালিম করেন) কে এই নিয়ে প্রশ্ন করায় ওনি বললেন যে এসব কিছু নাকি জায়েজ। আমি যতদুর জানি রাসুল সাঃ তাবিজ পরতে মানা করেছেন বা খুলে দিতেন,কিন্তু আন্টি বলল কুরআনের আয়াতে কোনো সমস্যা নাই আর কোটার মধ্যে রাখা হয় কারণ টয়লেটে খোলা আয়াত নেওয়া যায় না।আর হাদিসটা নাকি গনকের বিভিন্ন ডিজাইনের আঁকা ছবি দিয়ে বানানো তাবিজের কথা বলা হয়েছে। তাছাড়া ওনি বললেন জীনের মাধ্যমে দেখা, চালান দেওয়া, ছাগল বা খাবার দেওয়া নাকি সমস্যা না।আলেমরা যা করেন তা নাকি জায়েজ।ইসলামে নিষেধ নাকি গণকের কাছে যাওয়া ও তাদের কাজ। এই সম্পর্কে বিস্তারিত বলবেন।