আসসালামু আ'লাইকুম।
আমি অনেক ছোট থেকে দুইটা ধারণা করি,এটা নিয়ে সঠিক জানিনা৷ এজন্য ভয় হয় যে কুফরি করছি কীনা, তাই প্রশ্নটা করা। একটু ভালো করে পড়ে উত্তর দিলে ভালো হয়।
১. আমি ছোট থেকে বেশ কয়েকবার দেখেছি বড় কোনো প্রোগ্রাম(নরমালি হারাম) হলে কেউ মারা যায়৷ আবার হিন্দুরা বড় কিছু করার আগে বলি দেয়, গরুমহিষ আবার মানুষ।
এমনকি ছোটবেলায় স্কুলে প্রোগ্রাম ছিল অনেক গানবাজনা হইচই, তখন একজন স্যার মারা যান৷ আমি ওটা ছোটবেলার ডায়রিতে লিখেছি যে এত আনন্দের মূল্য হিসেবে তিনি মারা গেছেন। আমার এই লেখাটা কি কুফরি চিন্তা, তওবা করতে হবে?
আর আসলেই কি এমনকিছু আছে, যে বড় কিছু করলে শয়তান থেকে রক্ষা পেতে দুয়া করতে হয় বা কোনো আমল করতে হয়, নাহলে শয়তান বা জ্বীন মেরে ফেলবে কাউকে? নাকী হারাম কিছুর বেলায়ই শুধু প্রযোজ্য? আর হিন্দুরা কি বলিগুলো শয়তান জ্বীনকে খুশি করতে দেয়?
২. আর অতিরিক্ত আনন্দ করলে দ্রুতই অনেক কষ্ট পেতে হয় এটা কতটুকু সত্যি?
আমি অনেক বেশি হাসাহাসি করলে একসময় ভিতরে কেমন ভয় হতে থাকে যে আগামীতে অনেক বেশি দুঃখ আসছে৷ এটার কারণ কী?
আমার উপরের ধারনাগুলোর মধ্যে কি কুফরি কিছু আছে?