আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।আমার এক বোনের হয়ে প্রশ্ন করছি।
আমার একজন বোন পরপর স্বপ্নে দেখছে সে বউ মানে বউ সাজতেছে।আগের দিন শাড়ি পড়ে সেজেছে।আজকে লেহেঙ্গা পরে সেজেছে।কিন্তু কোন বিয়ের আয়োজন বা বর কেউ নেই।এমনি বউদের মতো সাজছে।এরকম সপ্ন এর আগেও সে অনেকবার দেখেছে পরপর বিয়ে হচ্ছে বা হবে,বিয়ের আয়োজন হচ্ছে কিন্তু বিয়ে হয়না।এমন স্বপ্নের কি ব্যাখ্যা আছে?